পরাজিত আওয়ামী লীগ প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে মেয়র
রংপুর সিটিকর্পোরেশনের বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়ে মোস্তাফিজার রহমান মোস্তফা পরাজিত ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়ার বাড়িতে ফুল নিয়ে যান। সেখানে তিনি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার দুপুরে ডালিয়ার নগরীর গুপ্তপাড়াস্থ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন মোস্তাফিজার রহমান মোস্তফা।
এসময় মোস্তফা রংপুরের সার্বিক উন্নয়নের স্বার্থে নির্বাচনে অংশ নেওয়া ডালিয়াসহ সকল মেয়র প্রার্থীদের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটি আপনার-আমার সকলের নগরী। এই নগরীর উন্নয়নে ও নগরবাসীর সকল সেবা নিশ্চিত করতে, সার্বক্ষণিক আপনারা আমার পাশে থাকবেন, এটা আমি প্রত্যাশা করি।
গতকাল বৃহস্পতিবার নগরীর গুপ্তপাড়াস্থ বাস ভবনে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নেয়া আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক সংরক্ষিত আসনের এমপি এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়ার সাথে সৌজন্য স্বাক্ষাতকালে এ সব কথা বলেন তিনি।
রংপুরের সার্বিক উন্নয়নের স্বার্থে নির্বাচনে অংশ নেয়া সকল মেয়র প্রার্থীদের পাশে থাকার আহবান জানিয়ে দ্বিতীয় বারের মত নির্বাচিত রংপুর সিটি কর্পেরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা আরো বলেন, রংপুর সিটি কর্পোরেশন বৃহত্তর একটি সিটি কর্পোরেশন। এটি আপনার আমার সকলের।
এই নগরীর উন্নয়নে ও নগরবাসির সকল সেবা নিশ্চিত করতে, সার্বক্ষনিক আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের কাছে এটাই প্রত্যাশা করছি। সেই সাথে তাকে বিপুল ভোটে নির্বাচিত করায় নগরবাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উভয় উভয়ের মধ্যে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এএজেড