গাইবান্ধায় নৌকাডুবি: কনে আহত, শিশু নিখোঁজ
গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলার সীমান্ত চৌভাগিয়া (গাবগাছি) নদীতে বরযাত্রীসহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ৩৯ জন যাত্রী নদীর পাড়ে উঠলেও মোহনী আক্তার (১১) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। কনেসহ আহত হন ৪ জন। বুধবার (২৮ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ শিশুর সন্ধানে কাজ করছে রংপুর থেকে আগত ডুবরি দল।
নিখোঁজ মোহনী আক্তার গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়, বুধবার গাইবান্ধা শহরের মধ্যপাড়া এলাকার হাবলু মিয়ার ছেলে মানিক মিয়া ফুলছড়ির আদর্শ গ্রামের খট্টু মিয়ার মেয়ে রাশেদা আক্তারের বিয়ে খেতে যায়। বিয়ে খাওয়া শেষে বরযাত্রীসহ ৪০ জন একটি নৌকায় করে রাত সাড়ে ৭টার দিকে সাঘাটা উপজেলার সুইট চেয়ারম্যানের বাড়ির ঘাটে ফিরছিল। নদী পথে ফেরার সময় ঘন কুয়াশার কারণে ফুলছড়ি-সাঘাটা উপজেলার সীমান্ত এলাকা চৌভাগিয়া (গাবগাছি) এলাকায় একটি বড় যাত্রীবাহী নৌকাটিকে অপর একটি নৌকা ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা যাত্রীরা নদীর তীরে উঠতে পারলেও এক শিশু তলিয়ে যায়। এ ঘটনায় বিয়ের কনেসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসব তথ্য নিশ্চিত করে ফুলছড়ি থানার ওসি কাওছার আলী বলেন, বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ শিশুটি উদ্ধারে কাজ করছে ডুবরি দল।
এসআইএইচ