'বিএনপি নেতা হত্যার দায় নেওয়ার সাহস সরকারের নেই'
পঞ্চগড়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তথ্যমন্ত্রী অমানবিকভাবে বলেছেন আব্দুর রশিদ আরেফিন নাকি হার্ট এ্যাটাকে মারা গেছেন। অথচ এখানকার মাটি বলছে তাকে পুলিশের লাঠিচার্জ এককথায় সাপ পেটানোর মত করে মারা হয়েছে। একহাতে তার জীবন কেড়ে নেয়া তারপরে যে নিষ্ঠুরতা এটা অমানবিকতা। বিএনপি নেতাকে হত্যা করে তার মৃত্যুকে হৃদরোগে মারা যাওয়ার কথা বলা হচ্ছে। বিএনপি নেতাকে হত্যার দায় নেয়ার সৎ সাহস সরকারের নেই।
তিনি আজ বুধবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে এসে এসব কথা বলেন। তিনি বলেন, তথ্যমন্ত্রীর এ ধরনের মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে বলবো যে মিথ্যাচারের মধ্যে মানুষকে বিভ্রান্ত না করতে।
তিনি আরও বলেন, বাংলাদেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন চলছে আব্দুর রশিদ তার নেতৃত্ব দিয়েছে। তার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাতি নেভার আগে যেমন জ্বলে ওঠে সরকারও তেমনি বিদায়ের আগে মানুষের উপর অত্যচার করছে। দেশের ব্যাংক গুলির যে অবস্থা তাতে দেশ দেউলিয়া হওয়ার পথে।
আজকে বাংলাদেশকে কাযর্কর রাষ্ট্রে পরিণিত করেছে। রাষ্ট্রকে কার্যকরে পরিণিত করতে এ সরকারকে হটাতে হবে। আরেফিনকে যারা মেরেছে তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু, সার্বভৌমত্বের শত্রু। আজকে এই বিএনপি নেতার পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমাদের জানা নেই। তার পরিবারের সদস্যদের খোঁজ রাখছেন তারেক রহমান।
নিহত বিএনপি নেতা আরেফিনের বিষয়ে বিএনপি কোন আইনি ব্যাবস্থা নিবেন কিনা সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বেআইনি দেশে তো আইনি প্রত্রিয়া অচল। তবে নিয়ম রক্ষার্থে আইনি প্রক্রিয়ায় যাবো। তবে আইনি প্রক্রিয়ার যে কোন ফল পাবো না তা জানি দেশের গণতন্ত্র রক্ষার্থে তবু মুখ রক্ষার্থে জনগণের সন্তুটির জন্য আমরা আইনি লড়াইয়ে যাবো। সে আইন আমাদের কোন কিছু দিবে না তাও আমরা জানি।
এসময় তিনি নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। পরে বোদা উপজেলা বিএনপির আয়োজনে নিহত বিএনপি নেতা আরেফিনের স্মরণে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বোদা উপজেলার বিএনপির আহ্বায়ক আফাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রমুখ। পরে নিহতের রুহের মাগফিরাত কামণা করে দোয়া মোনাজাত করা হয়।
এএজেড