টানা তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে জেকেঁ বসেছে শীত। কনকনে ঠাণ্ডা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এই জেলার জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বয়স্ক ও শিশুরা। জেলায় প্রতিদিনই কমছে তাপমাত্রা। বাড়ছে শীতের তীব্রতা। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১১ থেকে ৯ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেতুঁলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে বুধবার ভোরে অতি ঘন কুয়াশায় রাস্তাঘাট ঢেকে যায়। কুয়াশার কারণে ভোর থেকে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহনগুলো। অন্যদিকে কুয়াশায় নিম্ন আয়ের মানুষের কাজে যেতে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষেরা।
এ ছাড়াও ঘন কুয়াশার কারণে আলু, মরিচসহ নানা ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। সদর উপজেলার কৃষক ধনেশ চন্দ্র রায় বলেন, শীতের কারণে আলু-মরিচসহ ফসলের ক্ষতি হচ্ছে। বারবার কুয়াশা দূর করার কীটনাশক ব্যবহার করেও ফসলের ক্ষতি ঠেকানো যাচ্ছে না। আমরা খুব সমস্যার মধ্যে আছি।
তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, জানুয়ারির শুরুর দিকে জেলার উপর দিয়ে শৈতপ্রবাহ বয়ে যেতে পারে।
এসআইএইচ