তেলের দাম কমলেও মিলছেনা নতুন মুল্যে
বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারে সয়াবিন তেলের লিটার প্রতি ১৪ টাকা কমানোর ঘোষনা দিয়েছে ব্যবসায়ীরা। কিন্তু সেই ঘোষনা দেওয়ার পরও এখনো দিনাজপুরের হিলিতে মিলছেনা নতুন মুল্যের সয়াবিন তেল। কমমুল্যে তেল বাজারে না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা অপরদিকে নতুন তেল এখনো না আসায় বিক্রি করা যাচ্ছেনা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে সরকার নির্ধারীত মুল্যের চেয়ে বাড়তি মুল্যে তেল বিক্রি করা হলে ব্যবস্থা নেওয়ার দাবী উপজেলা নির্বাহী কর্মকর্তার।
বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গত সোমবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম কমানোর কথা জানিয়েছে। এসময় তারা সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা করে কমছে বলে জানান। এতে এক লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৮ টাকা নির্ধারন করা হয়। বর্তমানে যা বিক্রি হচ্ছে ১৯২ টাকায়।
এছাড়াও পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ৮৮০ টাকা ও খোলা সয়াবিন তেলের দাম ১৫৮ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে। নতুন দরে মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে বাজারে সয়াবিন তেল বিক্রি হবে বলে ব্যবসায়ীদের সংগঠনটি জানায়। তবে এখনো হিলি বাজারের অধিকাংশ দোকানেই পুরানো মুল্য ১৯২টাকা মুল্যেই সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। তবে বাজারের সব দোকানেই সয়াবিন তেলের যথেষ্ট সরবরাহ রয়েছে যা আগের তেল বলে দাবী ব্যবসায়ীদের।
হিলি বাজারে তেল কিনতে আসা নুরন্নবী বলেন, সরকার তেলের দাম নাকি লিটার প্রতি ১৪ টাকা কমিয়েছে কিন্তু আমরা বাজারেতো কম দামের সেই তেল পাচ্ছিনা। পুর্বে আমরা যে দামে বাজার থেকে তেল কিনতাম এখনো সেই দামেই কিনতে হচ্ছে। তেলের দাম যে কমেছে দোকানদারগন সে বিষয়ে কিছুই বলছেনা। উল্টো তারা এখন বলছে সেই তেল এখনো আসেনি এটি দুঃখজনক। কিন্তু যখন তেলের দাম বাড়ে সেসময় ঘোষনার সাথে এখানেও দাম বাড়ে তখন আর তেল আসতে সময় লাগেনা।
বাজারে তেল কিনতে আসা আসলাম হোসেন বলেন, তেলসহ নিত্যপ্রয়োজনীয় যে দাম তাতে করে আমাদের মতো নিন্ম আয়ের মানুষদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। সরকার তেলের দাম কমিয়েছে কিন্তু এখনো বাজারে সেই তেল তো পাচ্ছিনা। কম দামের সেই তেল পেলে আমাদের জন্য সুবিধা হয়। যত কমদামে জিনিসপত্র কিনতে পারি ততোই আমাদের জনগনের সুবিধা হয়।
তেল কিনতে আসা নাজমা বেগম বলেন, আমরা টিভিতে পত্র পত্রিকায় খবরে দেখলাম যে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪টাকা করে কমিয়েছে। কিন্তু বাজারে তেল কিনতে এসে দেখি এখনো সেই আগের দামেই তেল বিক্রি হচ্ছে। সেই বাড়তি দামেই আমাদের তেল কিনতে হচ্ছে সরকার যে কমার ঘোষনা দিল সেই সুবিধা তো আমরা সাধারন মানুষ পাচ্ছিনা।
হিলি বাজারের তেল বিক্রেতা মাহবুবুর রহমান বলেন, সরকার যে সয়াবিন তেলের দাম কমিয়েছে সেই তেল এখনো আমাদের নিকট আসেনি। আমরা কোম্পানির নিকট থেকে সেই কম দামের তেল পায়নি। সেই সাথে তেলের ওয়ার্ডার নিতে কোম্পানির এসআরেরা আমাদের কাছে এখনো আসেনি। তারা আসলে তেলের ওয়ার্ডার যেমন দিবো তেমনি নতুন তেল আসলে আমরা সেই তেল কম দামেই বিক্রি করবো। বর্তমানে দোকানে যে তেল রয়েছে সেগুলো আগের দামে ক্রয় করা যার কারনে পুর্বের মুল্যেই বিক্রি করছি।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্য সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হয়। তারপরেও কেউ যদি সরকার নির্ধারীত দামের চেয়ে বাড়তি মুল্যে বিক্রি করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
এএজেড