'জাপানী নাগরিক হত্যা মামলার আসামী ৭ বছর ধরে পলাতক'
রংপুরে কাউনিয়ার আলুটারী এলাকায় জাপানী নাগরিক হোশিকোনিও হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেএমবির শীর্ষ জঙ্গি আহসান উল্লাহ আনছারী বিপ্লবসহ পলাতক এবং সক্রিয় জঙ্গিদের বিরুদ্ধে তৎপরতা এবং তাদের গ্রেপ্তার করার জন্য সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।
রংপুর র্যাব ১৩ প্রধান কমান্ডার রেজা আহাম্মেদ রেফরদৌস জানান আমরা প্রতিদিন ২৪ ঘন্টাই তাদের উপর নজরদারিসহ তাদের অপকর্ম প্রতিরোধে তাদের কার্যকর ভুমিকা অব্যাহত রেখেছে। তিনি আজ বুধবার বেলা সাড়ে এগারটার দিকে বিভাগীয় নগরী রংপুরে কালিবাড়ি পুজা মন্ডোপ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।
উল্লেখ্য জাপানী নাগরিক হোশিও কোনিওকে গুলি করে হত্যার পর থেকে দীর্ঘ ৭ বছর ধরে সে পলাতক রয়েছে। তার অনুপস্থিতিতেই বিচারে তাকে ফাঁসির আদেশ দেন আদালত। অতিসম্প্রতি হাইকোর্ট তার ফাঁসির আদেশ বহাল রেখেছেন।
রংপুর র্যাব ১৩ প্রধান কমান্ডার বলেন র্যাব ১৩ রংপুর বিভাগের ৮ জেলা উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত শারদীয় দূর্গা পুজা শুরু হবার আগে থেকে আইন শৃংখলা রক্ষা সহ সার্বিক বিষয় নিবিড় ভাবে মনিটারিং করে আসছে। ফলে রংপুর বিভাগের কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর আমাদের কর্মকাণ্ডে পুজা উদযাপন কমিটি থেকে শুরু করে সানাতন ধর্মম্বলিরাও সন্তোষ্টি প্রকাশ করেছে।
আজ বিজয়া দশমী প্রতীমা বিসর্জন দেয়া পর্যন্ত আমাদের তৎপরতা অব্যাহত থাকবে। তার পরেও কোন অশুভ চক্র যাতে কোন ধরনের গুজব কিংবা অশুভ তৎপরতা চালাতে না পারে তার উপর কঠোর নজরদারি অব্যাহত থাকবে। এর আগে বেলা সোয়া ১১ টায় রংপুর র্যাব ১৩ প্রধান কালিবাড়ি মন্দির পরিদর্শন করেন সেখানে একটি কেক কাটেন এবং পুজা কমিটির নেতৃবৃন্দ সহ সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এএজেড