ঢাকাপ্রকাশে সংবাদ, পেলেন পূজার উপহার
১ অক্টোবর দেশের জনপ্রিয় মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপ্রকাশে নেই ঘরে পূজার আনন্দ, কিনতে পারলেন না নাতির জন্য কাপড়ও শিরোনামে সংবাদ প্রকাশিত হলে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও সৃজন সামাজিক সংগঠনের নজরে আসে। ঢাকাপ্রকাশের প্রতিবেদনটি গুরুত্বসহকারে তারা পড়েন।
এরপর রবিবার বিকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্ত্তিক চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায় অম্বিকা বর্মনীর বাড়ীতে গিয়ে নতুন কাপড় ও এক বস্তা চালসহ নগদ অর্থ উপহার দেন। ওই দিন নারায়ণ চন্দ্র রায় নামের এক ব্যক্তি ওই বাড়ীতে গিয়ে বৃদ্ধা অম্বিকা বর্মনীকে এক বস্তা চাল উপহার দেন।
এ দিকে সোমবার সকালে নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হাছেন আলী ঢাকাপ্রকাশের প্রতিনিধিকে সঙ্গে নিয়ে অম্বিকা বর্মনীর বাড়ীতে গিয়ে তার খোঁজ খবর নিয়ে পূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন। এ সময় ওই এলাকার প্রতিবেশিদের উপস্থিতে ৭৫ বছরের বৃদ্ধা অম্বিকা বর্মনীকে সরকারি পাকা ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, তার বিষয়ে আমি ইউএনও স্যারের সাথে কথা হয়েছে।
তিনি জানিছেন সামনের অর্থ বছরে পাকা ঘরের বরাদ্দ আসলে নাওডাঙ্গা ইউনিয়নের প্রথম ঘরটি তাকে দেওয়া হবে বলে জানান চেয়ারম্যান হাছেন আলী। একই দিনে নাওডাঙ্গা ইউনিয়নের সৃজন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নাদিরুজ্জামান মিয়া সিমু অম্বিকা বর্মনীর বাড়ী গিয়ে নতুন কাপড়, চাল,ডাল, সবজিসহ নগদ অর্থ প্রদান করেন।
এ সময় তিনি বৃদ্ধা অম্বিকা বর্মনীর ভাঙ্গা ও জরাজির্ণ টিনসেটের ঘরটি ভেঙ্গে আগামী রবিবারে নতুন টিন ও কাঠ দিয়ে মেরামত করে দিবে বলে জানিয়েছেন তিনি। নতুন কাপড় চাল-ডাল ও অর্থসহ ভাঙ্গা ঘরটি নতুন ভাবে মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি পেয়ে অম্বিকা বর্মনী খুশি হন। এই দুঃখের দিনে এসব পাওয়ায় চেয়ারম্যান হাছেন আলী,পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সৃজন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতিকে অসহায় বৃদ্ধা অম্বিকা বর্মনী কান্নাজড়িত কন্ঠে সবাইকে আর্শীবাদ করেন এবং সবার মঙ্গল কামনা করেছেন।
এ রকম একটি মানবিক স্বচিত্র প্রতিবেদন গণমাধ্যমে তুলে ধরায় চেয়ারম্যান হাছেন আলী,পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সৃজন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতিসহ ওই এলাকার মানুষজন ঢাকপ্রকাশের কুড়িগ্রাম প্রতিনিধি অনিল চন্দ্র রায়কে ধন্যবাদ জানিয়েছেন। বৃদ্ধা অম্বিকা বর্মনীর বাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা গ্রামে। তিনি ঐ এলাকার মৃত শিতিষ চন্দ্র রায়ের স্ত্রী।
এএজেড