তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ জিনের বাদশা গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়ভাবে তারা জিনের বাদশা হিসেবে পরিচিত বলে জানা গেছে।
এ প্রসঙ্গে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বুলবুল ইসলাম জানান, গত ২৯ সেপ্টেম্বর দরবস্তর ইউনিয়নের একটি কলাবাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করার ঘটনায় বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় নাম উল্লেখ করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন ওই তরুণী । শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় পুলিশের বিশেষ অভিযানে দরবস্ত ইউনিয়নের গন্ধক গ্রামের বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম(৪০) ও হাদি আকন্দের ছেলে মনির আকন্দ (৪৪) কে গ্রেপ্তার করে।
তিনি আরো জানান, জাহিদুল ইসলাম নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে ধর্ষিতার সঙ্গে দীর্ঘদিন ফোনের মাধ্যমে প্রেম ভালোবাসার সম্পর্ক করে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দেখা করার কথা বলে তাকে কলাবাগানে নিয়ে যায়। তারপর জাহিদুল ও তার সহযোগীরা তাকে ধর্ষণ করে এবং তার কাছ থেকে স্বর্ণ অলংকার টাকা-পয়সা লুট করে নেয়।
এ বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, সংঘবদ্ধ ধর্ষণের প্রমাণ মেলায় দুই জিনের বাদশাকে গ্রেপ্তার করা হয়েছে। দুইজনের কাছ থেকে লুট করে নেওয়া সোনা ও টাকা-পয়সা উদ্ধার করা হয়েছে।
এসআইএইচ
