গাইবান্ধার ৬০৮ পূজামণ্ডপে ৩১৬৮ আনসার মোতায়েন

গাইবান্ধার ৭ উপজেলায় ৬০৮ পূজামণ্ডপে ৩ হাজার ১৬৮ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (১ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে।
জানা যায়, গাইবান্ধার ৬০৮টি পূজামণ্ডপের মধ্যে সদর উপজেলায় ১৩৭টি, সুন্দরগঞ্জ উপজেলায় ১৩৭টি, সাদুল্লাপুর উপজেলায় ১০৭টি, পলাশবাড়ী উপজেলায় ৬২টি, গোবিন্দমগঞ্জ উপজেলায় ১২৪টি, সাঘাটা উপজেলায় ৬১টি এবং ফুলছড়ি উপজেলায় ১৭টি মণ্ডপে দুর্গাপূজা শুরু হয়েছে। এর মধ্যে ১০৫টি মণ্ডপ অধিক গুরুত্বপূর্ণ এবং ১৫৮টি মণ্ডপ গুরুত্বপূর্ণ এবং বাকি ৩৪৫ মণ্ডপ সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত জেলা কমান্ড্যান্ট রেজাউল ইসলাম বলেন, মণ্ডপের দুর্বলতার উপর ভিত্তি করে পূজামণ্ডপে আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপের ক্ষেত্রে আনসার ও ভিডিপির ৮ জন সদস্য মোতায়েন করা হয়েছে, গুরুত্বপূর্ণ পূজামণ্ডপের জন্য ৬ জন এবং সাধারণ মণ্ডপের জন্য আনসারের ৪ জন করে সদস্য দায়িত্ব পালন করছেন।
এসজি
