হিলি স্থলবন্দরে বেড়েছে পেঁয়াজের দাম
আমদানি কমের অজুহাতে আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকাড়িতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩/৪ টাকা করে। দুই দিন পুর্বেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ২১ থেকে ২৪ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ২৪ থেকে ২৮টাকা দরে বিক্রি হচ্ছে। একইভাবে খুচরাতেও পেঁয়াজের দাম বাড়ছে। এদিকে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিন্ম আয়ের মানুষসহ বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারগন।
হিলি বাাজারে পেঁয়াজ কিনতে আসা আশরাফুল ইসলাম বলেন, দুদিন আগে যে পেঁয়াজ ক্রয় করে নিয়ে গেলাম ১৫ থেকে ১৮টাকা কেজি দরে সেই পেয়াজ বর্তমানে দাম বেড়ে আমাদের ২২টাকা কেজি দরে কিনতে হচ্ছে। এভাবে যদি দাম বাড়ে তাহলে তো আমাদের মতো নিন্ম আয়ের মানুষদের জন্য সমস্যা। যেভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে সেই তুলনায় আমাদের তো আয় বাড়ছেনা।
পেঁয়াজ কিনতে গৃহবধু গোলাপি বেগম বলেন, কিছুদিন ধরে পেয়াজের দামটা কম ছিল এতে করে আমাদের কিনতে সুবিধা হচ্ছিল। কিন্তু হঠাৎ করে কয়েকদিনের ব্যবধানে আবারো পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে কেজিতে ৪ থেকে ৭টাকার মতো বেড়েছে। এতে করে আমাদের পেঁয়াজ কিনতে অসুবিধা হচ্ছে। বাজারে সব দোকানেই পেঁয়াজ আছে তারপরেও দাম বাড়তি তাই দামটা যদি কম থাকে তাহলে আমাদের জন্য সুবিধা হয়।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবু তাহের বলেন,আমরা সাধারনত হিলি স্থলবন্দর থেকে আমদানিকারকদের ব্যালেন্স পেয়াজ ক্রয় করে হিলি বাজারে বিক্রি করে থাকি। এটির মান কিছুটা খারাপের কারনে দাম কিছুটা কম থাকে। দুদিন আগেও আমরা ভারতীয় পেয়াজ ১৫ থেকে ১৮টাকা বিক্রি হলেও বর্তমানে তা দাম বেড়ে ২২টাকা বিক্রি করতে হচ্ছে।
এর মুল কারন হলো বন্দর দিয়ে পেয়াজের আমদানি কমে গেছে যার কারনে দাম বেশী। সেই সাথে দুর্গাপুজা উপলক্ষ্যে বৃহস্পতিবার বন্দর দিয়ে পেঁয়াজ ঢুকে বন্ধ হয়ে গেছে ৮দিন বন্ধ থাকবে যার কারনে দেশের বাজারে পেঁয়াজের চাহিদা বাড়ায় ব্যবসায়ীরা দাম কিছুটা বাড়িয়ে দিয়েছেন। এতে করে আমাদের বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে যার কারনে বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে। তবে দেশীয় পেঁয়াজ আগের চেয়ে কিছুটা ৩৫টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা আগে ৩৬ থেকে ৪০টাকা ছিল।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী সেলিম হোসেন জানান, শারদীয় দুর্গাপুজা হিলি স্থলবন্দর দিয়ে শুক্রবার থেকে শুরু করে টানা ৮ দিন আমদানি রফতানি বন্ধ দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। এসময়ে আমদানি বন্ধ থাকায় দেশের বাজারে ভারতীয় পেঁয়াজের সরবরাহ বন্ধ থাকবে। যার কারনে দেশের বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা আগের তুলনায় বেড়েছে।
এছাড়াও ভারতে সড়কে প্রতিমা তৈরি করে রাখার কারনে বন্দর দিয়ে ঠিকমতো পেঁয়াজ ঢুকতে পারেনি। এতে করে দেশের বাজারে চাহিদার তুলনায় পেঁয়াজের সরবরাহ কমায় ভারতীয় পেয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। সেই সাথে ভারতের সাউথ অঞ্চলে বন্যার কারনে সরবরাহ কমায় ভারতের বাজারেই পেঁয়াজের দাম কিছুটা বাড়ার কারনে বাড়তি দামে কিনতে হওয়ায় দেশের বাজারেও ভারতীয় পেঁয়াজের দাম বাড়ছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন,শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে আজ শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ ঘোষনা করেছে ভারতের ব্যবসায়ীরা। যার কারনে আজ থেকে বন্দর দিয়ে পেয়াজের আমদানি বন্ধ রয়েছে। তবে গতকাল বৃহস্পতিবার বন্দর দিয়ে ২০টি ট্রাকে ৫৭৫টন পেয়াজ আমদানি হয়েছে। যেখানে এর আগের দিন বুধবার বন্দর দিয়ে ৪৩টি ট্রাকে ১হাজার ২৫৮টন পেয়াজ আমদানি হয়েছিল।
এএজেড