ঠাকুরগাঁওয়ে পাম্প কর্মচারীকে মারধর, থানায় অভিযোগ
ঠাকুরগাঁও শহরের রোড বাজার এলাকায় বাঁধন কাকন ফিলিং স্টেশনের কর্মচারী আজিজুর রহমানকে মারধরের ঘটনায় ঠাকুরগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ওই ভুক্তভুগী। শনিবার (১৭ সেপ্টেম্বর) শহরের রোড বাঁধন কাকন পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। পরে মারধরের এক মিনিটের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই অপরাধীকে আইনের আওয়াতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
জানা যায়, গত শনিবার দুপুরে বাধন কাকন বখাটে বাপ্পী (৩০) ২০০ টাকার পেট্রোল নিয়ে টাকা না দিয়ে চলে যাওয়ার সময় পাম্পের কর্মচারী আজিজুর রহমান টাকা চাইলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বেধড়ক মারধর করেন বাপ্পী।
এ সময় ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশ ডাকলে সে পালিয়ে যায়। ওই দিন রাতেই আজিজুর রহমান বখাটে বাপ্পীর নামে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বাপ্পী পৌর শহরের ইসলামনগর এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
হামলার শিকার আজিজুর রহমান জানায়, বাপ্পী ২০০ টাকার প্রট্রোল নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিল। এ সময় টাকা চাইলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও চেয়ার দিয়ে মারপিট করে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছি। পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি। এতে আমি ও আমার পরিবার অনিরাপত্তায় ভুগছি।
এ ছাড়াও বাঁধন কাকন ফিলিং স্টেশনের অন্যান কর্মচারীরা বলেন, বাপ্পী নেশাগ্রস্ত ও এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালায়। এর আগেও বাপ্পী এভাবে আমাদের পাম্পের অনেক জনের উপরে হামলা ও মারধর করেছে।
এ ব্যাপারে বাঁধন কাকন ফিলিং স্টেশনের মালিক রিজিয়া রহমান বলেন, আমরা বাপ্পীর অত্যাচারে অতিষ্ঠ। আমাদের কর্মীরাও নিরাপদ নয়। ঠাকুরগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, পাম্পের কর্মচারিকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভুগী। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এএজেড