রংপুরে রাঙ্গাবিহীন জাতীয় পার্টির কমিটি
রংপুর জেলা জাতীয় পার্টির (জাপা) নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকে বাদ দিয়ে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগের কমিটি বিলুপ্ত করে বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টুকে আহ্বায়ক ও আলহাজ আব্দুর রাজ্জাককে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সুপারিশে অনুমোদন দিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ইতোমধ্যেই এ আদেশ কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান।
আবুল মাসুদ চৌধুরী নান্টু ও আব্দুর রাজ্জাক
কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে আছেন- আবু নাছের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান (পীরগাছা), সামছুল ইসলাম (গঙ্গাচড়া), আজমল হোসেন লেবু (রংপুর সদর), অ্যাডভোকেট মোকাম্মেল হোসেন চৌধুরী (বদরগঞ্জ)। আর সদস্য- গোলাম মোহাম্মদ কাদের (রংপুর সদর), মোস্তাফিজার রহমান মোস্তফা (রংপুর সদর), এইচ এম শাহরিয়ার আসিফ (রংপুর সদর), এস এম ইয়াসির (রংপুর সদর), ডা. ইখলাস (গঙ্গাচড়া), ফৈরদৌসি বেগম মালা (রংপুর সদর), অধ্যক্ষ মোছা. নাহিদ ইয়াসমিন (রংপুর সদর), শাহিনুর রহমান মার্শাল (তারাগঞ্জ), মো. আলাউদ্দিন মিয়া (রংপুর সদর), অ্যাডভোকেট শাহীন (কাউনিয়া), অ্যাডভোকেট আমজাদ হোসেন (কাউনিয়া), হাসানুজ্জামান নাজিম (রংপুর সদর), মোছা. কাজলী বেগম (রংপুর সদর), মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী (মিঠাপুকুর), মাসুদার রহমান মিলন (রংপুর সদর), মাসুদ নবী মুন্না (রংপুর সদর), সাফিউল ইসলাম সাফি (রংপুর সদর), রুহুল আমিন লিটন (রংপুর সদর), কামরুল ইসলাম ভরসা (কাউনিয়া), হবিবর রহমান (পীরগঞ্জ), আবেদ আলী (পীরগঞ্জ), নূর আলম যাদু (পীরগঞ্জ), মো. আলমগীর হোসেন (পীরগঞ্জ), জাহিদুল ইসলাম (পীরগঞ্জ), মো. আল মামুন (রংপুর সদর)।
পরবর্তীতে প্রয়োজন হলে আহ্বায়ক কমিটিতে সদস্য অন্তর্ভুক্ত করা হবে। প্রেসিডিয়াম সদস্যসহ জাতীয় পার্টির সব পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দলের বনানী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য রাঙ্গাকে অব্যহতি দেওয়া হয়েছে। এক বছর ধরেই তিনি পার্লামেন্টারি পার্টির মিটিংসহ বিভিন্ন জায়গায় সংগঠনের বিরুদ্ধে কথা বলছেন। রাঙ্গার কার্যকলাপ দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে।
এসজি