লাইভে এসে নিজের একাডেমিক সার্টিফিকেট ছিঁড়লেন যুবক
বয়স থাকতে চাকরি না পেয়ে মো. বাদশা মিয়া নামের এক যুবক ফেসবুক লাইভে এসে তার সকল একাডেমিক সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছেন। এ ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডিমলায়। বাদশা ওই উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দর খাতার কৃষক মো. মহুবার রহমানের ছেলে।
জানা গেছে, বাদশা মিয়া ২০০৭ সালে বিজ্ঞান বিভাগ থেকে ৩.৯২ জিপিএ নিয়ে দাখিল, ২০০৯ সালে বিজ্ঞান বিভাগ থেকে ৪.০৮ জিপিএ নিয়ে আলিম এবং ২০১৪ সালে পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে ২.৬৬ জিপিএ নিয়ে অনার্স পাস করেন।
গত জুনে সরকারি চাকরির বয়স শেষ হয়ে যাওয়ায় হতাশায় ভুগছিলেন বাদশা মিয়া। দিন দিন হতাশা বেড়ে যাওয়ায় সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে তার সকল একাডেমিক সার্টিফিকেট ছিঁড়ে ফেলেন।
এ প্রসঙ্গে বাদশা মিয়া বলেন, এখন সেই সার্টিফিকেট রেখে লাভ কি? বয়স থাকতেই তো চাকরি নিতে পারিনি। এখন বয়স শেষ। তাহলে সে সার্টিফিকেট রেখে লাভ কি? এখন সার্টিফিকেট গুলো আমার কাছে শুধুই কাগজ।
তিনি আরও বলেন, আমার ধারণা বর্তমান সমাজে সবচেয়ে অসহায় মধ্যবিত্ত কিংবা নিম্ম মধ্যবিত্ত পরিবারের উচ্চ শিক্ষিত ছেলেরা। এরা না পারে সহজে চাকরি ম্যানেজ করতে। আবার অর্থের অভাবে না পারে ব্যবসা বানিজ্য করতে। এদের ব্যথা বুঝবার ক্ষমতা সবার থাকে না। তাই তিনি মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের ব্যাপারে ভাবার জন্য সরকারের দৃষ্টি আর্কষণ করেছেন।
এসআইএইচ