পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
পঞ্চগড়ের সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৫৬) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সদর ইউনিয়নের চারমাইল পিটিআই এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে ওই বৃদ্ধার নাম, ঠিকানা এখনো পর্যন্ত জানা যায়নি।
তেতুঁলিয়া হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই বৃদ্ধা পঞ্চগড় সদর ইউনিয়নের চারমাইল পিটিআই এলাকাসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ঘোরাফেরা করছিলেন। সোমবার রাতে ওই এলাকার পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক ধরে হাটছিলেন ওই বৃদ্ধা। এ সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে মহাসড়কে ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা ওই বৃদ্ধাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তবে স্থানীয়দের ধারণা, ওই বৃদ্ধা মানসিক ভারসম্যহীন বা পাগল ছিলেন। তবে কি ধরনের গাড়ি বৃদ্ধাকে ধাক্কা দিয়েছে তা কেউ সনাক্ত করতে পারেনি।
এ ব্যাপারে তেতুঁলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম খাঁন বলেন, খবর পেয়ে আমরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয়ে ওই বৃদ্ধার মরদেহের সুরতহাল করেছি। আমরা ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে দেইনি। তবে ঠাকুরগাঁওয়ের সিআইডির একটি দল ওই বৃদ্ধার পরিচয় সনাক্তের জন্য নমুনা সংগ্রহ করেছে। অজ্ঞাত হিসেবে তার মরদেহ পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি দাফনের ব্যবস্থা করবেন।
এ বিষয়ে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান খান জানান, যেহেতেু ওই বৃদ্ধার পরিচয় মেলেনি সে কারণে অজ্ঞাত হিসেবে আমার কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ। আমি আমার ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় মরদেহ দাফনের ব্যবস্থা করেছি। মঙ্গলবার দুপুরের মধ্যে দাফন কাজ সম্পন্ন করা হবে।
এসআইএইচ