রংপুরে অগ্রণী ব্যাংকের নিরাপত্তা প্রহরীর ‘রহস্যজনক’ মৃত্যু
রংপুরে অগ্রণী ব্যাংকের আঞ্চলিক শাখা থেকে শামীম মিয়া (২৫) নামে এক নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
শামীম মিয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি দেড় বছরের বেশি সময় ধরে অগ্রণী ব্যাংকে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
রংপুর অগ্রণী ব্যাংকের আঞ্চলিক শাখা ব্যবস্থাপক আরিফুল ইসলাম বলেন, শামীম ১৭ মাস ধরে নিরাপত্তা প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ১০ দিন আগে তিনি বিয়ে করেন। রবিবার সকালে ব্যাংকে কর্মরত লোকজন ব্যাংকে এসে শামীমকে শুয়ে থাকতে দেখেন। কিন্তু অনেক ডাকাডাকি করেও তার সাড়া-শব্দ না পাওয়ায় সন্দেহ হয় তাদের। কাছে গিয়ে তারা দেখেন শামীমের মুখ দিয়ে লাল ধরছে এবং তিনি মারা গেছেন।
তিনি আরও বলেন, পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শামীমের ভাই শরিফুল বলেন, শামীম প্রতিদিন সন্ধ্যায় বাড়ি যেত এবং সকালে ব্যাংকে আসত। গতকাল শামীম বাড়িতে যায়নি। হঠাৎ কী হয়ে গেল তা এখনো কেউ বুঝে উঠতে পারছি না। ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।
এসজি