পঞ্চগড়ে ২ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা

জেলা পরিষদের ভোটারদের সমর্থন না থাকা এবং ঋণখেলাপির দায়ে পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাইয়ে ২ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাইয়ে তাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী মুহাম্মদ সানিউল কাদের, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর উপস্থিত ছিলেন।
মনোনয়ন অবৈধ ঘোষণা হওয়া প্রার্থীরা হলেন- জেলা পরিষদের ভোটারদের সমর্থন না থাকায় চেয়ারম্যান পদে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মো. গোলাম রহমান, ঋণখেলাপির দায়ে সাধারণ সদস্য পদে মো. আব্দুস সাত্তার। তবে তারা আপিল করতে পারবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
এসজি
