হিলিতে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

দিনাজপুরের হিলিতে চালের মুল্যতালিকা না টাঙানোয় ও নকল বিড়ি বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। সাথে নকল বিড়িগুলো জব্দ করেছেন যা পরে উন্মুক্ত স্থানে ধ্বংস করে দেওয়া হবে জানিয়েছে কতৃপক্ষ।
আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশের সহায়তায় হিলি বাজারে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম তাদের এই জরিমানা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন,প্রায় প্রতি দিনই চালের দাম বাড়ছে। এতে সাধারন মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে।তাই চালের মুল্য বৃদ্ধি রুখতে কয়েকটি চালের দোকানে অভিযান চালানো হয়। এসময় একটি দোকানে চালের মুল্যতালিকা না টাঙানোয় সেই দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একটি মুদি দোকানে অভিযান চালিয়ে নকল বিড়ি বিক্রির দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে দোকানে থাকা সব নকল বিড়িগুলো জব্দ করা হয় যা পরে উন্মুক্ত স্থানে নিয়ে গিয়ে ধ্বংস করে দেওয়া হবে।
এএজেড
