পরীক্ষা দিয়ে খুশি হিলির এসএসসি পরীক্ষার্থীরা
সারাদেশের ন্যায় হিলিতেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় হাকিমপুর (হিলি) উপজেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর(হিলি) উপজেলার ২২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৩টি মাদ্রাসার মোট ১০৪৫ জন পরিক্ষার্থী তিনটি কেন্দ্রে অংশগ্রহণ করেন। অটোপাস না পেয়ে পরীক্ষা দিয়ে খুশি শিক্ষার্থীরা এবং পরীক্ষা হওয়ায় খুশি তাদের অভিভাবকরাও।
পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী জয়রিয়া খানুম বলেন,আমরা অনেক টেনশনে ছিলাম পরীক্ষা হবে কি না বা দিতে পারব কি না। ভালোভাবে পরীক্ষা দিতে পেরে আমরা অনেক খুশি। পরীক্ষা না হলে আমরা
ভালোভাবে মূল্যায়ন হতে পারতাম না। পরীক্ষা দিয়ে আমরা সঠিক মূল্যায়ন হবো।
পরীক্ষা দিতে আসা সজীব বাবু বলেন,কিছু দিন আগে আমাদের এসএসসি পরীক্ষা হবার কথা ছিল তা বন্যার কারণে পিছিয়ে যায়। এতে অনেক সংকোচের মধ্যে পরি। এরপর পরীক্ষা দেওয়ার জন্য আরো কিছু সময় পেয়েছি। আজকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা দিয়ে আমাদের অনেক ভালো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম বলেন,স্বাস্থ্যবিধি মেনে প্রতি বেঞ্চে দুইজন করে পরীক্ষার্থী বসানো হয়েছে। হাকিমপুর উপজেলাতে মোট তিনটি কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
তিনি আরও বলেন, পরীক্ষায় সার্বিক নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে। এ ছাড়াও মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা চলাকালে ১৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত উপজেলার সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এসআইএইচ