বর্তমান নির্বাচন কমিশনকে আমরা মানি না: ফখরুল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গিয়ে খালি হাতে ফিরে এসেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর। বুধবার (১৪সেপ্টেম্বর) ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি নিজ বাসভবনে বিএনপি নেতাকর্মী দের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এমন কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে কিছুই আনতে পারেনি। আমাদের প্রধান যে সমস্যা তিস্তা পানির বণ্টনের সমস্যা, সীমান্ত হত্যা বন্ধের সমস্যা, এই বিষয়গুলোর কোন সমাধান আমরা পাইনি। আজ তিনি সংবাদ সম্মেলন করেছেন কিন্তু সুস্পষ্ট করে কোন কিছু বলতে পারেনি যে তিনি দেশের মানুষের জন্য কি এনেছেন।
জেলা পরিষদ নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। তারা কোন নির্বাচনেই প্রতিদ্বন্দ্বীতা দেখতে পারে না। বলপ্রয়োগ ও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জয়লাভ করতে চাই। তারা জেলা পরিষদ নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয় লাভ করতে চাই।
নির্বাচন কমিশনের রোডম্যাপ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান নির্বাচন কমিশনকে আমরা মানি না। তাদের রোডম্যাপ নিয়ে আমাদের কোন বক্তব্য নেই। এই কমিশন অবাধ সুষ্ঠু নির্বাচন কখনোই দিতে পারবে না। আওয়ামীলীগ বা শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনে অংশ গ্রহন করব না। তত্ত্বাবধায়ক ছাড়া দেশের মানুষ কোন নির্বাচন গ্রহন করবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য এই মধ্যে সারাদেশে আন্দোলন শুরু হয়েছে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সামনে আরো নতুন কর্মসূচি দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ সহ বিএনপি'র অন্যান্য নেতৃবৃন্দ।
এএজেড