তিস্তায় বড়শিতে উঠল ৯২ কেজি বাঘাইড়
নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে জালাল উদ্দিন নামে এক জেলের বড়শিতে ৯২ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে ডিমলা উপজেলার পাগলপাড়া গোরিং এলাকায় তিস্তা নদীতে জালাল উদ্দিনের বড়শিতে এই আইড় মাছ ধরা পড়ে।
বুধবার সকালে প্রতিদিনের মতো কয়েকজন জেলে তিস্তা নদীতে মাছ ধরতে যায়। জালাল উদ্দিন কয়েকবার বড়শি টেনে মাছ ধরতে না পেরে হতাশ হয়ে পড়েন। এর কিছুক্ষণ পর আবারও বড়শি টানা শুরু করলে তার বড়শিতে একটি বিরাট আইড় মাছ আটকা পড়ে। মাছটি নিজে টেনে তুলতে না পেরে কয়েকজনের সহযোগিতায় মাছটি টেনে মাটিতে তোলা হয়। আইড় মাছটি তোলার পর আনন্দে কেঁদে ফেলেন জেলে জালাল। পরে মাছটি তিনি বাজারে নিয়ে গেলে অসংখ্য মানুষ মাছটি এক নজর দেখার জন্য ভিড় করেন। অনেকেই মাছটির পাশে দাঁড়িয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। এরপর জেলে জালাল ডালিয়া ২ নম্বর বাজারে মাছটি নিয়ে গেলে ১ লাখ ১০ হাজার টাকা দিয়ে খেলাসু নামে এক মাছ ব্যবসায়ী মাছটি কিনে নেন। তারপরে তিনি মাছটি নীলফামারী জেলা সদরে বিক্রির জন্য পাঠিয়ে দেন।
পারভেজ রুবেল নামে একজন জানান, এত বড় মাছ বড়শিতে উঠবে সেটা আমরা কল্পনাও করিনি। তিস্তা নদীতে বড় বড় মাছ পাওয়া গেলেও এতবড় মাছ এবারেই প্রথম ধরা পড়ল বড়শিতে। তবে তিনি আক্ষেপের সঙ্গে বলেন, মাছ ব্যবসায়ীর উচিত ছিল মাছটি ডিমলাতেই বিক্রি করা।
স্থানীয় বাসিন্দা আব্দুস সবুর বলেন, এত বড় মাছ তিস্তা নদীতে ধরা পড়ায় নদীপাড়ের মানুষ অনেক খুশি হয়েছে। এতে বোঝা যায় এখনো নদীতে এত বড় মাছ ধরা পড়ে।
এসএন