পরিদর্শনে ইউএনও, দুই শিক্ষক তিন শিক্ষার্থীতে চলছে কলেজ!
নীলফামারীর ডিমলায় পশ্চিম ছাতনাই ইউনিয়নের দ্বারাজগঞ্জ এলাকায় (এমপিও) ভুক্তির আবেদন করা ছাতনাই মহাবিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে ২ জন শিক্ষক ও ৩ জন শিক্ষার্থী ছাড়া অন্য শিক্ষক-শিক্ষার্থীদের দেখা পাননি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন। এলাকাবাসী অভিযোগ করেন, প্রতিষ্ঠার পর থেকেই এই কলেজে শিক্ষকরা নিয়মিত আসেন না। এজন্য কলেজে শিক্ষার্থীও নেই। অধ্যক্ষ নাকি মাঝে মধ্যে এক দিন গিয়ে কলেজে স্বাক্ষর করে আসেন।
সোমবার দুপুরে (১২সেপ্টেম্বর) ইউএনও বেলায়েত হোসেন আকস্মিক ওই কলেজে পরিদর্শনে যান। সেখানে গিয়ে দেখতে পান ১৮ জন শিক্ষকের মধ্যে মাত্র ২ শিক্ষক উপস্থিত। পাশের কক্ষে ৩ জন শিক্ষার্থী বসে আছে। কাগজে কলমে ২০১০ সালে প্রতিষ্ঠিত কলেজটিতে ভর্তি ফরম অনুযায়ী শিক্ষার্থীসংখ্যা দেখানো হয়েছে ১১৩ জন। এ সময় উপস্থিত ছিলেন না কলেজের অধ্যক্ষ মোসলেম উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, এর আগে কলেজটির এমপিও ভুক্তির আবেদন প্রত্যাখ্যান হয়েছে। কলেজ কর্তৃপক্ষ এমপিওভুক্তি পুনঃমূল্যায়নের আবেদন করেছে। কলেজের বর্তমান চিত্র তুলে ধরে তাঁদের বিরুদ্ধে একটি প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে।
তিনি আরও বলেন, কাগজে কলমে ১৮ জন শিক্ষক থাকলেও গত তিন মাসের শিক্ষক হাজিরা খাতায় মাত্র ৬ জন শিক্ষক উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও ২০২১-২২ সেশনে শিক্ষার্থীদের কোন ভর্তি রেজিষ্টার দেখাতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। এ ব্যাপারে ছাতনাই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোসলেম উদ্দিন ঢাকায় অবস্থান করায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হালিম খান বলেন, বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এএজেড