হিলিতে ব্যস্ততা বেড়েছে ছাতার কারিগরদের
হঠাৎ ভারী বৃষ্টির কারণে দিনাজপুরের হিলিতে ছাতা কারিগরদের ব্যস্ততা বেড়েছে। কিছু দিন থেকে বৃষ্টি হচ্ছে যে কারণে ছাতা ব্যবহার করতে বাধ্য হচ্ছে মানুষ। অনেকে নতুন ছাতা কিনছে, আবার অনেকে পুরাতন ছাতাটি মেরামত করছে। মানুষজন ভিড় করছে পুরোনো ছাতা মেরামত করতে। রোদ-বৃষ্টির খেলায় বাজারে বেড়েছে ছাতার বিক্রি।
হিলি বাজারে ছাতা মেরামত করতে আসা তৌছিব হাসান বলেন,এখনো কাঠের ডাটি ওয়ালা ছাতাই ব্যবহার করে আসছি। রোদ বৃষ্টিতে ব্যবহার করতে গিয়ে ছাতা ফুটো বা ভেঙ্গে যাই। বৃষ্টি শেষ হলে ছাতা ঘরে অযত্নে রেখে নস্ট হয় এ কারণে ছাতাটি মেরামত করতে নিয়ে এসেছি।
ছাতা মেরামত করতে আসা রফিক মিয়া বলেন, ভ্যান চালক মানুষ সারাদিনে ২০০/৩০০ টাকা রোজগার করি। বৃষ্টির কারণে ছাতা কিনতে আসছি। নতুন ছাতার অনেক দাম এক একটি ছাতার দাম ৩০০/৪০০ টাকা এতো টাকা তো সারাদিনে ইনকাম করতে পারি না। এজন্য বাড়িতে পরে থাকা নষ্ট ছাতাটি ঠিক করতে আসছি। ছাতাটি কম মূল্যে ঠিক হবে এতে করে আর ছাতা কিনতে হবে না।
হিলির ছাতা কারিগর আব্দুল মাবুদ বলেন, এখন আমার বয়স প্রায় ৬০ বছর, আমি দীর্ঘ ৪৫ বছর এই পেশায় ছাতার মেরামত করে আসছি। ১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত এই ছাতার মেরামত করে বিল হয়। বৃষ্টি বাদলের সময় কাজ অনেক ভালো হয়। তবে আগের মতো আর রোজগার নেই। বর্তমান বৃষ্টির সময় সারাদিনে ১০ থেকে ১৫ মতো ছাতা মেরামত করে ৪০০/৫০০ টাকা রোজগার করি। আগের থেকে জিনিস পত্রের দাম দ্বিগুণ এজন্য খুব সমস্যা পড়তে হয়েছে।
এএজেড