একদিনের ব্যবধানে বাড়ল কাঁচা মরিচের দাম, কেজিতে ১৫ টাকা
ভাদ্রের ভারি বৃষ্টিতে একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে খুচরা বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে ১৫ টাকা। একদিন আগেও হিলিতে খুচরা বাজারে কাঁচা মরিচের দাম ছিল ২৫ টাকা। আর পাইকারিতেও ২০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছিল। কিন্তু তিন-চার দিন থেকে ভারী বৃষ্টির পর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে খুচরা বাজারে ৪০ ও পাইকারি বাজারে ৩০ টাকা দরে।
হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা আল আমিন বলেন,বৃষ্টির সময় কাজকর্ম তেমন নেই। তার মধ্যে আবার মরিচের দাম বেশি। প্রতিদিন অল্প অল্প করে কাচা বাজার করি হঠাৎ আজ কাঁচা মরিচের দাম কেজিতে ১৫ টাকা বেশি। দাম বেড়ে যাবার ফলে সমস্যা হচ্ছে।
তিনি আরও বলেন, গতকাল মরিচ কিনলাম ২৫ টাকা আজ তা ৪০ টাকা। দাম কমলে আমাদের মতো গরিব মানুষদের অনেক সুবিধা হয়।
এ ব্যাপারে হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন,বৃষ্টিপাতে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের ক্ষেতগুলো ডুবে নষ্ট হয়ে যাওয়ায় বাজারে কাঁচা মরিচ সরবারহ কম হয়েছে। সরবারহ কম হবার কারণে দাম বেড়েছে। এসব কাঁচা মরিচ বিরামপুর, জয়পুরহাট, পাঁচবিবি বিভিন্ন জায়গা থেকে এনে বিক্রি করছি। আমাদের বেশি দামে মরিচ কিনতে হচ্ছে বলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
এসআইএইচ