সকল দপ্তরকে জবাবদিহিতার আত্ততায় আনা প্রয়োজন
নীলফামারীতে এসডিজি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারন হল রুমে এডাব নীলফামারী জেলা শাখার আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা এডাবের আহবায়ক মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে ও দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মোমিন এ-র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ মঞ্জুর মোর্শেদ তালুকদার, ইউএসকেএস ইডি আহসান রহিম মঞ্জিল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া ইসলাম রুপালী ও সাধারন সম্পাদক ফরিদা খানম, শহর সমাজ সেবা অফিসার হৃদয় হোসেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, পৌর কাউন্সিলর মোঃ মোস্তফা জামাল, মহিলা কাউন্সিলর মাহামুদা নাসরিন তন্বী তালুকদার, নবরুপা নারী কল্যান সমিতির সম্পাদক সেলিনা চৌধুরী।
উক্ত সেমিনারে সুশীল সমাজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ ৩০জন অংশ গ্রহন করেন। প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার বলেন, নাগরিক সেবার বিষয়ে সরকারি-বেসরকারি সকল দপ্তরে আট কলাম বিশিষ্ট একটি ছক থাকা জরুরী এবং সকল দপ্তরকে জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন পাশাপাশি স্কুলে ঝড়ে পড়া শিশুদের নিয়ে কাজ করার জন্য এনজিওদের তাগিদ দেন তিনি।
এএজেড