বিষপান করা ছাত্রের লেখাপড়ার দায়িত্ব নিলেন ব্যারিস্টার সুমন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল খেলা দেখতে যেতে না পেরে লোকমান আলী (১২) নামে এক মাদ্রাসাছাত্র বিষপান করে। এ খবর শুনে ব্যারিস্টার সুমন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই মাদ্রাসাছাত্রের খোঁজ নেন। একই সঙ্গে তার চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দেন এবং তার লেখাপড়ার দায়িত্ব নেওয়ার কথা জানান তিনি।
রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার আমজানখোর ইউনিয়নের বারোসা গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই মাদ্রাসাছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লোকমান আলী উপজেলার আমজানখোর ইউনিয়নের বারোসা গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ব্যারিস্টার সুমনের খেলা দেখতে যাওয়ার জন্য টাকা চেয়েছিল লোকমান। কিন্তু তার বাবা-মা টাকা দেয়নি। তাই খেলাও দেখতে পারেনি সে। এ কারণে অভিমানে বিষপান করে লোকমান। এরপর তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে শঙ্কামুক্ত রয়েছে।
শিশু লোকমানের বিষপানের কথা শুনে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান ব্যারিস্টার সুমন। এসময় তিনি লোকমানের দাদির হাতে ১০ হাজার টাকা তুলে দেন এবং তার পড়াশোনার সব দায়িত্ব বহনের কথা জানান।
প্রসঙ্গত, রানীশংকৈল কাশিপুর সোহেল রানা ফুটবল ক্লাবের বিপক্ষে ম্যাচ ছিল সিলেটের হবিগঞ্জ থেকে আসা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ফুটবল একাডেমির। এই ম্যাচে সুমন ফুটবল একাডেমিকে ৩ -১ গোলে পরাজিত করে সোহেল রানা ফুটবল ক্লাব।
খেলা দেখতে মাঠের চারপাশে প্রায় অর্ধলক্ষ দর্শক জমায়েত হয়। এসময় কলেজ ভবনের বারান্দায়, ছাদে, টিনের চালে, গাছের ডালে এবং মাঠের চারপাশে অসংখ্য ফুটবলপ্রেমী জড়ো হয়।
এসজি