হিলিতে মূলার দাম কেজিতে বাড়ল ৩০ টাকা
সরবরাহ কমের অজুহাত দেখিয়ে মাত্র একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে মূলার দাম কেজিতে বাড়ল ৩০ টাকা। একদিন পূর্বেও প্রতি কেজি মূলা বিক্রি হয়েছিল ২৫ থেকে ৩০ টাকা দরে বর্তমানে তা বেড়ে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা দরে। হঠাৎ করে মূলার দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন।
হিলি বাজারে মুলা কিনতে আসা ইয়াকুব আলী বলেন, গতকাল আমরা যে মূলা কিনলাম ৩০ টাকা দরে আজ বেড়ে ৬০ টাকা। কিছুদিন ধরে দাম কম ছিল হঠাৎ দাম বাড়ায় আমাদের জন্য সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। আমাদের দিন আনা দিন খাটা মানুষ সারাদিন কাজ করে যে ৩০০ টাকা হাজিরা পাই। আমরা সাধারণ মানুষ মুলার দামটা কমলে আমাদের জন্য ভালো হয়।
হিলি বাজারের সবজি বিক্রেতা আব্দুল লতিফ বলেন, সম্প্রতি হঠাৎ করে বিভিন্ন জায়গায় বৃষ্টি হবার কারণে মূলার ক্ষেত নষ্ট হয়ে ফলন নষ্ট হয়েছে। এতে করে বাজারে পণ্যটির সরবরাহ কম হওয়ার কারণেই দাম বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে যানবাহনের ভাড়া বৃদ্ধির ফলে খরচ বেড়ে যাবার কারণে দাম বৃদ্ধি। কিছু দিন আগে আবহাওয়া ভালো ছিল দামও কম ছিল এখন আবহাওয়া খারাপ। এজন্য দাম বৃদ্ধি পেয়েছে। জয়পুরহাট,বিরামপুর,পাচবিবিসহ আশেপাশের বিভিন্ন মোকাম থেকে সবজি কিনে এনে হিলিতে বিক্রি করে থাকি।
এ ব্যাপারে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বমুখী রুখতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। কেউ যদি বেশি দামে পণ্য বিক্রি করে তাহলে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। এই কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।
এসআইএইচ