রংপুরে মাদকসহ দুই নারী গ্রেপ্তার
রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়িতে রংপুর র্যাব-১৩ অভিযান চালিয়ে দুই নারীকে করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ১ কেজি ১২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, রংপুর র্যাব-১৩ এর মাহমুদ বশির আহমেদ ফ্লাইট লেঃ সহকারীপরিচালক (মিডিয়া)।
শনিবার এক প্রেস বার্তায় তিনি সাংবাদিকদের জানান, গত শুক্রবার বিকালে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় বিভিন্ন পরিবহন তল্লাশী করার পর রাজশাহী জেলার গোদাগাড়ী থানার উজানপাড়া বাইপাস এলাকার ইমদাদুল হকের স্ত্রী গোলচেহেরা বেগম (৩২) ও নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খুটামারা গ্রামের মানিক মিয়ার স্ত্রী রেজিয়া (৩৬) কে গ্রেপ্তার করে। তাদের কাছে বিশেষ কায়দায় থাকা ১ কেজি ১২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কৃত মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। সিপিএসসি, র্যাব-১৩, জেলার মিঠাপুকুর থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করেছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এএজেড