রংপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষ: ২০৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মামলায় বিএনপির ৫০ নেতা-কর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও দেড় থেকে ২ হাজার জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে গঙ্গাচড়া মডেল থানার এসআই বুলবুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি করেন।
রংপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও গঙ্গাচড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোকাররম হোসেন সুজন বলেন, গত বৃহস্পতিবারের ঘটনায় বিএনপির প্রায় ৫০ নেতা-কর্মী আহত হয়েছেন। তারা বিভিন্ন মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। তবে দুইজনের অবস্থা গুরুতর। বিএনপির সব নেতা-কর্মী এখন গ্রেপ্তার আতঙ্কে রয়েছে।
গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি ওয়াহেদুজ্জামান মাবু অভিযোগ করে বলেন, গত বুধবার থানার ওসির সঙ্গে কথা হয়েছিল, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করব। কিন্তু সমাবেশ চলাকালে পুলিশ অতর্কিত হামলা করেছে। আমাদের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এ ছাড়া ৭ নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুজ্জামান মিলন বলেন, বিএনপি ও ছাত্রদলের ৭ নেতাকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। পুলিশের গ্রেপ্তার আতঙ্কে উপজেলার বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভের নামে পুলিশের উপর হামলা চালায়। তারা ইটপাটকেল নিক্ষেপ করে ২২ পুলিশকে আহত করেছে। দফায় দফায় পুলিশের উপর চড়াও হয়েছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, বিএনপি নেতা-কর্মীরা পুলিশের উপর হামলা চালিয়েছে। এতে গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেনসহ ২২ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
এসজি