বিভিন্ন অভিযোগে হাসপাতাল বন্ধ করল স্বাস্থ্য বিভাগ
ডাক্তার, নার্স ও লাইসেন্স না থাকায় জেলার ডোমার পৌর শহরের পালস পাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে ডোমার স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার দুপুরে পৌর শহরের বাসষ্টান্ড সংলগ্ন এলাকার পালস পাসপাতালে এই ঘটনাটি ঘটে।
মঙ্গলবার দুপুরে ডোমার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রায়হান বারী ও উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের নেতৃত্বে ভ্রাম্যমান দল পালস হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে অভিযানে গিয়ে দেখতে পায় পুরো হাসপাতালে একটি ডাক্তারও নাই, হাসপাতালের কক্ষে ঘুমাচ্ছেন আয়া।
দুপুর ১২ টা পর্যন্ত হাসপাতালে আসেনি কোন নার্স তাছাড়া হাসপাতালের লাইসেন্স নবায়ন না করা এবং পুর্বের মামলা থাকায় পালস হাসপাতালকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষনা করে হাসপাতালের সম্মুখ দরজায় বন্ধের নোটিশ টাঙ্গিয়ে দেয় স্বাস্থ্য বিভাগ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রায়হান বারী উপস্থিত ছিলেন।
পালস হাসপাতালের ব্যবস্থাপক ডাঃ একরামুল হকের কাছে এ বিষয়ে জানার জন্য একাধিকবার ফোন দেওয়া হলে ফোন রিসিভ না করায় তার মন্তব্য জানা যায়নি।
স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রায়হান বারী পালস হাসপাতাল বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের লাইসেন্স নবায়ন না করা, ডাক্তার ও নার্স না থাকা এবং পুর্বের মামলা থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পালস হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারকে বন্ধ ঘোষনা করে নোটিশ টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।
এএজেড