'শেখ হাসিনা দেশের মানুষকে ভালোবাসেন না'
কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, আওয়ামী লীগের সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ও দেশের মানুষকে ভালোবাসেন না। তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতেই তিনি দেশে ফিরেছিলেন। তিনি আরও বলেন এ সরকার রাতের আঁধারে তেলসহ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে নাভিশ্বাস করে তুলেছেন জনগণকে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, বঙ্গবন্ধুকে দেশের মানুষ এমন ভালো বাসতেন যে, তার মৃত্যুর সময় কেউ রাস্তায় নামেনি। বিচারের দাবি করেনি। সবাই মুখ ফিরিয়ে নিয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় লালমিনরহাট জেলা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এসব কথা বলেন। এর আগে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি আরও বলেন,শেখ হাসিনা ৭৫ দেশে ফিরে কারচুপি করে চোরাই পথে ক্ষমতায় এসেছেন। এখন উন্নয়নের কথা বলে তেলসহ অন্যান্য নিত্ব প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে কোলঠাসা করে রেখেছে দেশের মানুষকে। তিনি প্রধানমন্ত্রী হয়ে দেশের অর্থনৈতিক মুক্তি দিতেন পারেননি। যেভাবে সার ও ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছেন। তাতে কৃষকের উৎপাদন খরচ উঠে না। আগামীতে কৃষক ধান চাষ বন্ধ করে দেবে। এছাড়া তিনি সরকারের নানামুখী সমালোচনা করে বক্তব্য দেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ সভাপতি মামুন হাসান, সহ সভাপতি মোহাম্মাদ নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক ইসাহাক সরকার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।
লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমুখ। লালমনিরহাট জেলা যুবদলের সম্মেলনের শুরুতেই লালমনিরহাট শহরে একটি বর্ণাঢ্য রেলি বের করেন। দ্বিতীয় অধিবেশনে,ভোটাধিকার প্রয়োগ করে জেলা যুবদলের সভাপতি সম্পাদক নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
এএজেড