এমপিওভূক্ত ৫ শিক্ষার্থীর স্কুল পরিদর্শনে ইউএনও

গত ৩ সেপ্টম্বর ঢাকা প্রকাশসহ বিভিন্ন গণ মাধ্যমে ৫ জন শিক্ষার্থীর স্কুল এমপিও ভুক্তর তালিকায় সংবাদ প্রকাশ হলে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন সোমবার উক্ত বিদ্যালয় পরিদর্শনে যান। মর্ডান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ০৫ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০টায় সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন। তিনি বিদ্যালয় পরিদর্শনকালীন সময়ে উপস্থিত ছিলেন ৬ জন ছাত্রী ও ১ জন ছাত্র। উপস্থিত ছিলেন না কোনো শিক্ষক-শিক্ষিকা। স্থানীয়দের মোবাইল ফোনে অফিস সহকারী সহ অন্যান্য শিক্ষকরা বিদ্যালয়ে আসে। উপজেলা নির্বাহী অফিসার শিক্ষকদের বিদ্যালয়ে না আসার কারন জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি শিক্ষকরা।
এ সময় তিনি বিদ্যালয়ের প্রয়োজনীয় রেজিস্টার সহ জমির কাগজ পত্র দেখতে চাইলে অফিস সহকারী বলেন সভাপতি বাসায় সব কাগজ পত্র আছে। বাসা থেকে কাগজপত্র আনতে বললে শিক্ষকরা বলেন সভাপতি বিশেষ কাজে জেলা শহর নীলফামারী গেছেন বলে জানায়। পরবর্তিতে ছাত্র ছাত্রীদের ভর্তি রেজিস্টার দেখতে চাইলে অফিস সহকারী বাসায় সেইসব কাগজ আছে বলেও তিনি জানান। তাছাড়া বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম তিনি স্বচক্ষে দেখেন।
জানা যায় উপজেলার গয়াবাড়ী ইউনিয়নে মর্ডান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী না থাকলেও গত জুলাই মাসে এমপিও ভুক্ত করা হয়েছে। কয়েক বছর ধরে বন্ধ থাকা বিদ্যালয়টি এমপিও ভূক্ত হওয়ায় শিক্ষকরা আনন্দিত হলেও বিষয়টি নিয়ে স্থানীয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় বিভিন্ন গনমাধ্যমে সংবাদটি প্রকাশ হয়।
২০০১ সালে প্রতিষ্ঠানটি কাগজে কলমে স্থাপিত দেখা হয়েছে। ২০২০ সালে এমপিও ভূক্ত আবেদনের সময় সেখানে স্থাপন করা হয় একটি জরাজীর্ণ টিনের ঘর। অত্র ইউনিয়ের বাসিন্দা আসাদুজ্জামান বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। তার মনোনীত নিকটতম আত্মীয় স্বজনদের বিদ্যালয়টিতে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন এবং পরিচালনা কমিটির সভাপতি প্রধান শিক্ষক আসাদুজ্জামান এর বড় ভাই মোখলেছুর রহমান।
এএজেড
