নিখোঁজ মেয়ের সন্ধানে মায়ের আকুতি

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চোঙ্গাখাতা এলাকার দধী বর্মণের মেয়ে স্বপ্না রানী (১৮)। গত বুধবার (২৪ আগস্ট) নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে গত মঙ্গলবার (৩০ আগস্ট) সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, স্বপ্না সদরের গড়েয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। গত ২৪ আগস্ট সকালে কলেজ যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর বাড়িতে ফিরেনি। আত্নীয়-স্বজন পাড়া-প্রতিবেশী ও তার সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করেও মেয়ের কোনো সন্ধান না পেয়ে সদর থানায় একটি জিডি করে তার পরিবার।
নিখোঁজ স্বপ্নার মা সাধিকা রানী বলেন, আমি একজন প্রতিবন্ধী। ১৩ দিন ধরে আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। সে বেঁচে আছে না কি মারা গেছে কিছুই জানি না। আত্নীয়-স্বজন থেকে সব জায়গায় খোঁজ করেছি কিন্তু কেউ স্বপ্নার কথা বলতে পারে না। তাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। প্রশাসনের কাছে অনুরোধ আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন।
এ বিষয়ে গড়েয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু আনসারি মো. গোলাম শাহ প্রদীপ বলেন, কলেজ ছাত্রী স্বপ্নার নিখোঁজের বিষয়টি তার বাবা-মা আমাকে অবগত করেছে। মেয়েটিকে প্রশাসনের সহযোগিতায় উদ্ধারের চেষ্টা করছি।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতিকুর রহমান ঢাকাপ্রকাশ-কে বলেন, স্বপ্না নামে এক কলেজ ছাত্রীর নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার। বিষয়টি দেখছি।
এসজি
