নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে ভোটার ৮৫৮

আগামী ১৭ অক্টোবর সারাদেশে অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। ইতোমধ্যে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন হিসেবে রয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর।
এছাড়া ১৮ সেপ্টেম্বর মনোনয়ন পত্র বাছাই, ২৫ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৭ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জেলা পরিষদ নির্বাচনে নীলফামারী জেলায় ভোটার রয়েছেন ৮৫৮জন এরমধ্যে পুরুষ ৬৫৩ এবং নারী ভোটার রয়েছেন ২০৫জন। একজন চেয়ারম্যান, ছয় জন সাধারণ সদস্য এবং দুই জন সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য নিয়ে এবারের জেলা পরিষদ গঠিত হবে।
এএজেড
