'সেবার ক্ষেত্রে পুলিশের জন্য সাংবাদিকরা সেতুবন্ধন'
আরপিএমপি কমিশনার নুরেআলম মিনা বলেছেন, মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে পুলিশের জন্য সাংবাদিকরা সেতুবন্ধন হিসেবে কাজ করেন। পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। সাংবাদিকরা বিভিন্ন ঘটনা তুলে আনেন এর মাধ্যমে অপরাধ দমনে পুলিশ ভূমিকা রাখতে পারে। মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে পুলিশের জন্য সাংবাদিকতারা সেতুবন্ধন হিসেবে কাজ করেন। পুলিশ ও সাংবাদিকের পেশাগত লক্ষ্য এক ও অভিন্ন। উভয়েই জনগণের স্বার্থে দেশের জন্য কাজ করেন। বৃহস্পতিবার দুপুরে রংপুর আরপিএমপির সম্মেলন কক্ষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় পুলিশ কমিশনার এসব কথা বলেন।আরপিএমপিতে নবাগত কমিশনার হিসেবে যোগদান পরবর্তী সাংবাদিকদের সাথে কুশল বিনিময়ে এ সভার আয়োজন করে আরএমপি পুলিশ।
আরএমপি কমিশনার নুরে আলম মিনা বলেন, সাংবাদিকরা গঠনমূলক সমালোচনার মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশকে উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধির পথে চলতে সহায়ক ভূমিকা পালন করবেন। পুলিশকে সঠিক তথ্য ও পরামর্শ প্রদান করে আরো বেশি জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে সহযোগিতা করবেন। সমাজের সকল অসঙ্গতিকে সামনে নিয়ে এসে সমাধানের পথ তৈরি করার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আইজিপির নির্দেশনা অনুযায়ী পুলিশকে দুর্নীতিমুক্ত হওয়া, মানুষকে নির্যাতন করা থেকে বেরিয়ে আসা, মাদকের সঙ্গে সম্পর্ক না রাখা, বিট পুলিশিং চালু করা ও কর্মরত অবস্থাতেই পুলিশের কল্যাণ নিশ্চিতে আরপিএমপি করছে বলে তিনি জানান।
মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা রংপুর মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে করণীয়সহ কয়েকজন পুলিশ সদস্যর অপরাধে জড়িয়ে পরার প্রসঙ্গ তুলে ধরেন। মাদক, চুরি-ছিনতাই রোধসহ ট্রাফিক ব্যবস্থার উন্নতিকরণ, গুরুত্বপূর্ণ সড়কের দুই ধারের অবৈধ দখল উচ্ছেদ, যানজট নিয়ন্ত্রণ, অবৈধ যানবাহন চলাচল রোধ, অপরাধ দমন ও অপরাধী দ্রুত সনাক্তে নগর জুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সংখ্যা বাড়ানো ও আইন মেনে চলার ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ নেয়ার ওপর গুরুত্বারোপ করেন সাংবাদিকরা।
সভায় উপস্থিত ছিলেন আরপিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মেহেদুল করিম, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) আবু সাইম, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, অতিঃ উপ-পুলিশ কমিশনার, গোয়েন্দা বিভাগ (ডিবি) সাজ্জাদ হোসেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) দ্বিতীয় পুলিশ কমিশনার হিসেবে গত ৩১ জুলাই যোগদান করেন অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক নুরেআলম মিনা।
এএজেড