পঞ্চগড়ে টিসিবি ও খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন
সারা দেশের ন্যায় পঞ্চগড়ে আগামীকাল ১লা সেপ্টেম্বর থেকে পঞ্চগড়ে ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচি এবং ১০ সেপ্টেম্বর থেকে টিসিবির মাধ্যেমে পন্য বিক্রয় শুরু হতে যাচ্ছে। জেলার ভোক্তাদের মাঝে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে ওএমএসের চাল দেয়া হবে। জেলার ৩টি পৌরসভা (পঞ্চগড়, বোদা ও দেবীগঞ্জ) ও আটোয়ারী-তেতুঁলিয়া উপজেলায় ১৯টি স্থানে ১৯ জন ডিলারের মাধ্যেমে মাসে সর্বোচ্চ ২ বার কেনা যাবে ওএমএসের চাল।
এদিকে একই দিন থেকে জেলার ৫ উপজেলার ৮৮ জন ডিলারের মাধ্যেমে ৫১ হাজার ৩ জন ভোক্তা ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল কিনতে পারবেন। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এ কর্মসূচি। এ ছাড়া আগামী ১০ সেপ্টেম্বর থেকে ৪র্থ বারের মত জেলার ৬৯ হাজার ৭৫ জন কার্ডধারী ভোক্তার মাঝে ১৬ জন ডিলারের মাধ্যেমে ৫৫ টাকা কেজি দরে ১ কেজি চিনি, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল দেয়া হবে।
বুধবার (৩১ আগষ্ট) দুপুরে জেলা প্রশাসক মো জহুরুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব জানান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক, জেলা খাদ্য কর্মকর্তা রেজাউল হক খন্দকার, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা জহিরুল ইসলাম সহ গণমাধ্যেম কর্মীরা উপস্থিত ছিলেন।
এএজেড