অতিরিক্ত দামে সার বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

লাইসেন্স, রশিদ ছাড়া ও অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে লালমনিরহাটের হাতীবান্ধায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ আগস্ট) বিকালে উপজেলার দীঘির হাট ও মিলন বাজারে অভিযান চালানো হয়।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন এ অভিযান পরিচালনা করেন।
উপজেলার দীঘির হাটের রফিকুল ইসলামের রফিকুল সার ঘরকে ১০ হাজার টাকা, মিলন বাজারের মঞ্জুরুল হক বসুনিয়ার ঐশি ট্রেডার্সকে ১০ হাজার টাকা ও শামসুল হকের রাসেলের প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও নাজির হোসেন বলেন, উপজেলার দীঘির হাট ও মিলন বাজারে অভিযান পরিচালনাকালে লাইসেন্স, রশিদ ছাড়া ও অতিরিক্ত দামে সার বিক্রি করায় রফিকুল সার ঘর, রাসেল সার ঘর এবং মেসার্স ঐশি ট্রেডার্সসহ ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসজি
