মাদকসহ আটক ৪, তিন জনকেই ছেড়ে দিল পুলিশ
ইয়াবাসহ চার জনকে আটকের পর তিন জনকেই ছেড়ে দিয়েছে পুলিশ। রবিবার (২৮ আগষ্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে। আটকের পর ছেড়ে দেয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, রাণীশংকৈল উপজেলার নেকমরদ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে গতকাল রাতে দশপিচ ইয়াবাসহ আশরাফুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিসহ চার জনকে আটক করে থানা পুলিশ। আটককৃত ব্যক্তি আশরাফুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের খইরুল ইসলামের ছেলে।
অভিযানের সময় মাদক কারবারি আশরাফুল দম্পতিসহ একই গাড়িতে থাকা চারজনকে হাতেনাতে আটক করা হয়। এসময় পুলিশ আশরাফুলের সাথে থাকা দশপিচ ইয়াবাসহ একটি প্রাইভেট কার যার নম্বর (ঢাকা মেট্রো গ-১৪-৪১৫২) জব্দ করেন। তবে গাড়ির ড্রাইভারসহ আটক দুই মহিলাকে ভোর রাতে ছেড়ে দেয় পুলিশ।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, টাকার বিনিময়ে অন্যদের ছেড়ে শুধু আশরাফুলকে আজ আদালতে তোলা হলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ ঘটনায় ক্ষুদ্ধ এলাকাবাসি। বিষয়টি তদন্তের দাবি তোলেন তারা।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল সত্যতা স্বীকার করে ঢাকাপ্রকাশ-কে বলেন, দশপিচ ইয়াবাসহ আশরাফুলকে আটক করা হয়। যদিও একই গাড়িতে অন্যরা থাকলেও তাদের কাছে মাদক পাওয়া যায়নি বলেই তাদের ছেড়ে দেয়া হয়েছে। আর আটক আশরাফুলের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
এএজেড