পঞ্চগড়ে তৃতীয় দিনেও চলছে পাথর-বালি ব্যবসায়ীদের ধর্মঘট
পঞ্চগড়ে টানা তৃতীয় দিনের মতো পাথর ও বালি ব্যবসায়ী যৌথ ফেডারেশনের ডাকে ধর্মঘট চলছে। সংগঠনটির অভিযোগ, কোনো আলোচনা ছাড়াই শ্রমিকরা পাথর ও বালি ট্রাকে উঠা-নামা (লোড-আনলোড) খরচ বাড়িয়েছে। এ কারণে অনির্দিষ্টকালের জন্য কেনাবেচা বন্ধ রেখেছেন পাথর ও বালি ব্যবসায়ীরা।
সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে পাথর-বালি শ্রমিক ও ব্যবসায়ীদের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের একটি বেঠক হওয়ার কথা রয়েছে। সেখানে এ বিষয়টি সুরাহার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা।
এর আগে গত শুক্রবার (২৬ আগস্ট) রাতে তেঁতুলিয়ার ভজনপুরে পাথর ও বালি ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ব্যবসায়ীদের এক বৈঠকে শনিবার (২৭ আগস্ট) সকাল থেকে জেলায় অনির্দিষ্টকালের জন্য পাথর ও বালি লোড-আনলোড বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা পাথর-বালি ব্যবসায়ী ও শ্রমিকরা জানায়, দীর্ঘদিন ধরে পঞ্চগড়ে প্রতি ঘনফুট ২ টাকা ৮০ পয়সায় পাথর ও বালি লোড-আনলোড করতেন স্থানীয় শ্রমিকরা। তবে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে শ্রমিকরা শুক্রবার থেকে প্রতি ঘনফুট পাথর ও বালি লোড-আনলোড বাবদ ২ টাকা ৮০ পয়সার বিপরীতে ৪-৫ টাকা পর্যন্ত দাবি করেন। এরই প্রতিবাদে পাথর ও বালি ব্যবসায়ীরা শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য পাথর ও বালি কেনাবেচা বন্ধ ঘোষণা করেন। এতে বিপাকে পড়েছেন প্রায় ১০ হাজারের বেশি শ্রমিক।
এসজি