সেচপাম্পের ঘরের ভিতর অর্ধগলিত লাশ

নীলফামারী জেলার ডোমারে একটি সেচপাম্পের ঘরের ভিতর একটি গলিত লাশ পড়ে রয়েছে। স্থানীয়রা পাম্পের ঘরের ভিতর থেকে দুর্গন্ধ বেরহলে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেকে একটি অর্ধগলিত লাশ পড়ে রয়েছে। তবে প্রচন্ড গন্ধ বের হওয়া ও মরদেহের গায়ে গাছ গাছরা ফেলে রখায় লাশ সনাক্ত করা সম্ভব হয়নি।
শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মাঝাপাড়া এলাকার পরিতক্ত একটি সেচপাম্পে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, সকালে ধানক্ষেত দেখতে এসে স্থানীয়রা সেচপাম্পের ভিতর থেকে বিকট দুর্ঘন্ধ বের হলে থানায় খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে এসে পাম্পের ভিতর ঢুকে পা দেখতে পেয়ে নিম্চিত হয় এটি মরদেহ।
থানা পুলিশ জানায়, রংপুর পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা রংপুর থেকে আসার পর ঘরের ভিতর থেকে মরদেহটি বের করা হবে। এ দিকে লাশ উদ্দারের খবরটি এলাকায় ছড়িয়ে পরলে হাজার হাজার উৎসুক জনতা লাশ দেখতে ঘটনাস্থলে ভির করে।
এএজেড
