২৪ ঘণ্টায় কুড়িগ্রামে ৩৩ আসামি গ্রেপ্তার
বিভিন্ন সময়ে সংগঠিত অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার লক্ষ্যে সার্বক্ষণিকভাবে কাজ করছে পুলিশ। তারই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে জেলার বিভিন্ন উপজেলা থেকে গত ২৪ ঘণ্টায় মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ ৩৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৬ আগস্ট) সকালে পুলিশের দেওয়া তথ্যমতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে ৬ জন, সদর উপজেলায় ২ জন, উলিপুর উপজেলায় ১ জন, ফুলবাড়ী উপজেলায় ২ জন, রৌমারী উপজেলায় ১ জন ও সিআর ওয়ারেন্ট মূলে ৪ জন। অন্যদিকে রাজারহাট উপজেলায় ১ জন, চিলমারী উপজেলায় ১ জন, রাজিবপুর উপজেলায় ১ জন, কচাকাটা উপজেলায় ১ জন, জিআর/সিআর সাজা ওয়ারেন্ট মূলে ২ জন (সদর থানা-জিআর-১ জন ও সিআর-১ জন)। এ ছাড়া নিয়মিত মামলায় ২০ জন (মাদক-২ জন, জুয়া-১৫, অন্যান্য-৩ জন) এবং ১৫১ ধারায় ১ জনসহ সর্বমোট ৩৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয় এবং উলিপুর থানার মাদক বিরোধী বিশেষ অভিযানে ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক, জুয়া, ওয়ারেন্টসহ বিভিন্ন অপরাধে ৩৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ রকম অভিযান অব্যাহত থাকবে।
এসআইএইচ