শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ | ২৮ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

মানা হচ্ছে না রাতে ব্যবসা বন্ধ রাখার আদেশ

রংপুর জেলায় স্মরন কালের তীব্র বিদ্যুতের লোড শেডিং চলছে। জনজীবন স্থবির হয়ে পড়েছে। সরকার লোড শেডিং কমানোর লক্ষ্যে সারা দেশে রাত ৮ টার পর সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দ্দেশ দিলেও বিভাগীয় নগরী রংপুরের শপিং মল সহ বিভিন্ন মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান গুলো সেই আদেশ মানছে না। তারা গভীর রাত পর্যন্ত তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখেছে। এর সাথে তালমিলিয়ে চলছে আলোক সজ্জাও চলছে সমান তালে।এ নিয়ে স্থানীয় প্রশাসন কোন ব্যবস্থা না নেয়ার অভিযোগ উঠেছে।

রংপুর বিভাগীয় নগরীতে সকাল থেকে রাত পর্যন্ত এক ঘন্টা পর পর লোড শেডিং চলছে। ফলে ২৪ ঘন্টার মধ্যে নগর বাসি বিদ্যুৎ পাচ্ছে সর্ব্বচ্য ৮ থেকে ১০ ঘন্টা। এমনি অবস্থা চলার পরেও সরকারের নির্দ্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নগরীর জেলা পরিষদ সুপার মার্কেট, জাহাজ কোম্পানী মার্কেট, মিনি সুপার মার্কেট, সেন্টাল রোড়ের কাপড়ের মার্কেট সহ সব গুলো সুপার সপ বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠান রাত ১১ টা পর্যন্ত খোলা রেখে ব্যবসা পরিচালনা করা হচ্ছে।

রংপুর নগরবাসির অভিযোগ, যেখানে তারা লোড শেডিংএর যাতাকলে পিষ্ট সেখানে নগরীর সকল ব্যবসা প্রতিষ্ঠান গুলো কিভাবে গভীর রাত পর্যন্ত খোলা রাখা হচ্ছে প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেনা কেন। অনেকে বলেছেন এটা আইনের সুস্পষ্ঠ লংঘন। শুধু তাই নয় বিভিন্ন প্রতিষ্ঠানে চলছে আলোকসজ্জা। গতকাল বৃহস্পতিবার রাত ১০ টায় জমিন ঘুরে বিভিন্ন মার্কেট ও সুপার শপ খোলা দেখা যায়। বিশেষ করে জেলা পরিষদ সুপার মার্কেটের দোতলায় অবস্থিত মোবাইল ফোনের মার্কেটের শতাধিক দোকানের সব গুলোই খোলা দেখা যায়।

এ ব্যাপারে মোবাইল ফোনের দোকানদার আরমান জানান মানুষ দিনভর বিভিন্ন কাজে থাকে সন্ধার পর ফ্রি হয়ে মার্কেট করতে আসে। তাছাড়া তারা ব্যাংক থেকে নেয়া ঋন সহ বিভিন্ন খরচ রাত আটটা পর্যন্ত খোলা রাখলে পুরন হয়না। অপর এক দোকানের কর্মচারী মওকত আলী জানান মালিকের নির্দ্দেশে রাত ১১ পর্যন্ত দোকান খোলা রাখতে।

জেলা পরিষদ সুপার মার্কেটের প্রধান গেট বন্ধ না করে সামান্য খুলে রেখে খদ্দেরদের প্রবেশের সুযোগ করে দেয়া হয়েছে। একই অবস্থা জাহাজ কোম্পানী শপিং কমম্পেক্স মার্কেটে সেখানে নীচ তলা ও দোতলার বেশির ভাগ দোকান খোলা রাত সাড়ে দশটা পর্যন্ত।এখানকার ব্যবসায়ীরা গভীর রাত পর্যন্ত তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার কথা স্বীকার করে বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন।

সরকারের দেয়া নির্দ্দেশনা অনুযায়ী রাত ৮ টার পর সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে নির্দ্দেশ অমান্য করলে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন সহ জরিমানা করার ঘোষনা দেয়া হলেও রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেয়া হচ্ছেনা বলে অভিযোগ উঠেছে।

রংপুরের সাংস্কৃকিত কর্মী আবেদ মনসুর, কবি শামসুল হক সহ অনেকেই জানান, সরকার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত ৮ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষনা দিয়েছে রংপুরে কই নির্দ্দেশ বাস্তবায়নের কোন লক্ষন দেখা যাচ্ছেনা।প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেয়া দরকার।

নেসকোর রংপুর বিভাগীয় প্রকৌশলী শাহাদত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান জাতীয় গ্রীড থেকে চাহিদার চেয়ে কম বিদ্যুত পাওয়ায় লোড শেডিং দিতে হচ্ছে। রাত ৮ টার পর মার্কেট গুলো বন্ধ করা গেলে অনেক বিদ্যুত সাশ্রয় করা সম্ভব।
এএজেড

Header Ad
Header Ad

কারাগারে মিস আর্থ বাংলাদেশ বিজয়ী অভিনেত্রী মেঘনা আলম

অভিনেত্রী মেঘনা আলম। ছবি: সংগৃহীত

জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে মিস আর্থ বাংলাদেশ ২০২০-এর বিজয়ী ও অভিনেত্রী মেঘনা আলমকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে ডিবি পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

এর আগে রাত সাড়ে দশটায় ডিবি পুলিশ তাকে আদালতে হাজির করে। আদালতের আদেশে বলা হয়, মেঘনা আলমের কার্যক্রম ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২ (এফ) ধারায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিপন্থী বিবেচিত হওয়ায়, তাকে ওই আইনের ৩(১) ধারায় ৩০ দিনের জন্য আটক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, পরবর্তীতে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

এর আগে, গত বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ চলাকালে মেঘনা দাবি করেন, তার বাসায় পুলিশ পরিচয়ে কিছু ব্যক্তি প্রবেশ করছেন। লাইভটি প্রায় ১২ মিনিট ধরে চলার পর হঠাৎ বন্ধ হয়ে যায় এবং পরে সেটি ডিলিট হয়ে যায়।

ডিটেনশন আইনের আওতায় সরকার কোনো ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটক রাখতে পারে, যদি তা জননিরাপত্তা বা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ৫ অক্টোবর ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম। তিনি পরিবেশবান্ধব উদ্যোগ এবং নারীদের স্বাবলম্বী করতে প্লাস্টিক পুনর্ব্যবহার করে নতুন পণ্য তৈরির কাজে যুক্ত ছিলেন।

Header Ad
Header Ad

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৪০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১৪৬ জনের মতো।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তারা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী রাতভর বিস্তৃত অঞ্চলজুড়ে বিমান হামলা চালিয়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকে আছেন, যাদের উদ্ধারে সমস্যায় পড়ছেন উদ্ধারকর্মীরা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের সামরিক আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৮৮৬ জনে। আহত হয়েছেন প্রায় ১ লাখ ১৫ হাজার ৮৭৫ জন।

বিশেষ করে ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১ হাজার ৫২২ জন ফিলিস্তিনি, এবং আহত হয়েছেন ৩ হাজার ৮০০ জনের বেশি।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবিক সংকটে পড়েছেন। ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

এর আগে আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল এবং হামাসের সঙ্গে বন্দি বিনিময় হয়েছিল। প্রায় দুই মাস গাজায় বড় ধরনের হামলা চালায়নি ইসরায়েল। তবে হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে মার্চ মাসের তৃতীয় সপ্তাহে ফের গাজায় বিমান হামলা শুরু করে তারা।

Header Ad
Header Ad

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

শেখ দিদারুল ইসলাম দিদার। ছবি: সংগৃহীত

গাজা উপত্যাকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বিএনপি নেতা শেখ দিদারুল ইসলাম দিদার। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সাবেক জেলা কমিটির সদস্য ছিলেন।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাফা ও গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে শিববাড়ি মোড়ে সমাবেশ চলছিল। এ সময় নগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা আসছিলেন। বিকাল ৫টার কিছু সময় আগে ডুমুরিয়া উপজেলা থেকে একটি মিছিল সমাবেশ স্থলে আসে। সেই সময় দিদার মিছিলে ছিলেন।

সমাবেশ মঞ্চের কাছাকাছি আসার পর দিদার অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। বিএনপি নেতার অকাল মৃত্যুতে নগর ও জেলা বিএনপি শোক জানিয়েছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কারাগারে মিস আর্থ বাংলাদেশ বিজয়ী অভিনেত্রী মেঘনা আলম
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু
যুক্তরাষ্ট্রে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬
জাতীয় নাগরিক কমিটির সদস্য দিলশাদ আফরিন বহিষ্কার
সরকারে এলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
আবারও চেন্নাইয়ের অধিনায়ক হলেন ধোনি
‘ক্রিম আপা’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলা গ্রেফতার
দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরি ১ লাখ ৫৯ হাজার টাকা
ভিন্ন ধর্মের ছেলের সঙ্গে প্রেম, বাবার হাতে প্রাণ গেল মেয়ের
পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল
জেনে নিন গ্রীষ্মে সুস্বাদু আর উপকারী কাঁচা আমের ১১টি বিস্ময়কর গুণ
এসএসসি পরীক্ষা না দিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কিশোরী
সাধারণ মানুষ চায় এই সরকার আরো ৫ বছর থাকুক: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন (ভিডিও)
জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস (ভিডিও)
নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
বাংলাদেশ রেলওয়ের দুই কর্মকর্তাকে পদায়ন ও বদলি
২০ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি