নওগাঁয় যুবদলের র্যালিতে নেতাকর্মীদের ঢল
নওগাঁয় যুবদলের র্যালিতে নেতাকর্মীদের ঢল। ছবি: সংগৃহীত
এ যেন রাজপথে পঁচাত্তরের ৭ নভেম্বরের ফিরে আসা। যে দিনকে ঘিরে আবর্তিত হয়েছিল দেশের রাজনৈতিক নতুন ইতিহাস। সেদিনকে স্মরণ করে শনিবার (৯ নভেম্বর) নওগাঁতে যুবদলের র্যালিতে মানুষের ঢল নামে। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
নেতারা জানান, সবার অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত, র্যালিটির প্রথম ভাগ যখন নওগাঁ শহরের পুরাতন বাসস্ট্যান্ডে পৌঁছায়, তখনও শেষ ভাগে থাকা নেতাকর্মীরা মুক্তির মোড়ে ছিলেন। এর বাইরে সড়কের দুই পাশে নেতাকর্মীদের পদচারণায় ছিল পরিপূর্ণ।
শনিবার বেলা ১২টায় জেলা যুবদলের উদ্যোগে শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু,সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, যুগ্ম আহ্বায়ক রওশন উল ইসলাম, দেওয়ান মোস্তাকিম আহম্মেদ নিপু, রুবেল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক ময়নুল হক লিটন, নওগাঁ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ খন্দকার ডলার, শ্রী রিপন কুমার মন্ডল, শামীনুর রহমান শামীম, সঞ্জয় কুমার দাস, কবির আলম লিটন, এসএম, সাহারাজ সনি, সদর উপজেলা যুবদলের জহুরুল ইসলাম শ্যামল, আবু হাসান,সাইদুর হক বাঘা, শাহানুর রহমান গোলাম, এহতেশামুল হক নোমান, মামুনুর রশিদ, কাজল সহ বিভিন্ন ইউনিট যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসেন যুবদলের নেতাকর্মীরা।