নওগাঁয় ভোটকেন্দ্র ফাঁকা, দুই ঘণ্টায় ৩১ ভোট!
নওগাঁয় ভোটকেন্দ্র ফাঁকা। ছবি: ঢাকাপ্রকাশ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে নওগাঁয় তিনটি উপজেলায় নির্বাচন হচ্ছে। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪ টা পর্যন্ত। এ তিন উপজেলায় ৩২৯টি কেন্দ্রে ব্যালট পেপারে ভোট গ্রহণ চলছে। সকাল থেকে ২ ঘণ্টায় কেন্দ্রগুলো ফাঁকা।
বুধবার (৫ মে) সকাল ১০টায় নওগাঁ সদর উপজেলার মরছুলা বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ে গিয়ে দেখা যায় সুনসান নিরবতা। তখনও কেন্দ্রটির ২ ঘণ্টায় ভোট পড়েছে ৩১ টি।
দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. হাফিজুর রহমান ঢাকাপ্রকাশকে বলেন, দুই ঘণ্টায় ভোট পড়েছে ৩১টি। এই কেন্দ্রের মোট ভোটার চার হাজার চার শত তেতাল্লিশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।
একই চিত্র দেখা যায় পার নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটার শূন্য। কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার এস এম জিল্লুর রহমান ঢাকাপ্রকাশকে বলেন, কেন্দ্রটির মোট ভোটার তিন হাজার দুই শত চুয়াত্তর। ভোটার উপস্থিতি কম কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে কোন মন্তব্য করতে নারাজ।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার নওগাঁ সদর, মহাদেবপুর ও মান্দা উপজেলায় চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ১৪ জন, ভাইস চেয়ারম্যান ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ১৩জন। এ তিন উপজেলায় মোট ভোটার ৯ লাখ ২২ হাজার ১৮৮ জন।
এদিকে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র ও ভোটকেন্দ্রের বাইরে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনী, মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।
নওগাঁ জেলা প্রশাসক মো.গোলাম মওলা জেলা প্রশাসন মিডিয়া সেলের মাধ্যমে জানান, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে নওগাঁয় তিনটি উপজেলায় নির্বাচনে সকাল ১০টা পর্যন্ত সদর উপজেলা ২.৫২%, মহাদেবপুর -৫.৫৪%, মান্দা উপজেলা-৪.৫% পড়েছে বলে জানানো হয়।