উপজেলা নির্বাচন: আত্রাই ও রাণীনগরে ভোটার উপস্থিতি কম
ভোটার উপস্থিতি কম। ছবি: ঢাকাপ্রকাশ
ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের আত্রাই ও রাণীনগর উপজেলায় ভোটগ্রহণ চলছে। তবে নির্বাচনে নেই আগের মতো সেই ভোটের উৎসব। বেশিরভাগ কেন্দ্রে ভোট গ্রহণের পর থেকেই ভোটার উপস্থিতি কম।
বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে ভোট প্রদান করছেন ভোটাররা। রাণীনগর উপজেলার গুয়াতা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথম ২ ঘণ্টায় ১৩২টি ভোট পড়েছে। সকাল থেকে কমসংখ্যক ভোটার উপস্থিতি দেখা গেছে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আলমগীর আলম বলেন, গুয়াতা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৬৫৮ জন। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ৮টি বুথে ১৩২টি ভোট পড়েছে। সকাল থেকেই ভোটার উপস্থিতি কম। তবে আশা করা হচ্ছে আরেকটু সময় গেলে ভোটার উপস্থিতি বাড়বে।
কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে একই চিত্র সকাল সাড়ে ১১ টায় যাত্রাপুর ইবতেদায়ী মাদ্রাসা এবং খাস পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল আটটায় শুরু হলেও ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি।
এই দুই উপজেলায় চেয়ারম্যান পদে ১৬ প্রার্থীসহ মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই উপজেলার মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ১৫৭ জন। ১৩৭টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে এই ভোট গ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এছাড়াও ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র ও ভোটকেন্দ্রের বাইরে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনী, মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।
এদিকে, সদ্য শেষ হওয়া রেমালের পর অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক ত্রুটির ফলে ভোটকেন্দ্র ছিল বিদ্যুৎহীন। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ ভোটারসহ ভোট গ্রহণের কাজে নিয়োজিত কর্মকর্তাদের।
এদিকে নওগাঁ জেলা প্রশাসন মিডিয়া সেলে জেলা প্রশাসক মো. গোলাম মওলা জানান,সকাল ১০টা পর্যন্ত নওগাঁ জেলার আত্রাই উপজেলায় ৮% এবং রানীনগর উপজেলায় ৬.০৪% ভোট পড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়।