নওগাঁয় খাদ্য সহায়তা পেলেন ৫ শতাধিক পরিবার
ছবি: ঢাকাপ্রকাশ
মাহে রমজান উপলক্ষে নওগাঁয় প্রান্তিক জনগোষ্ঠীর ৫১০ জন পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মার্চ ) দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে আন্তর্জাতিক দাতা সংস্থা লাইফ এর অর্থায়ানে বে-সরকারী সোস্যাল এইড এর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার এস,এম, রবিন শীষ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ, লাইফ এর ইনসিস্টটিউশনাল রিলেশনস ম্যানেজার ম্যারি লুরে নবস, সোশ্যাল এইড এর ডিরেক্টর ও প্রজেক্ট প্যানিং এন্ড ম্যানেজমেন্ট ইসহাক এম সোহেল, সোশ্যাল এইড এর পরামর্শক ও রানীন প্রধান নির্বাহী ফজলুল হক খান, এটিএন বাংলার জেলা প্রতিনিধি রায়হান আলমসহ অন্যান্যরা।
খাদ্য সহায়তার মধ্যে ছিল- চাল ৩০ কেজি, মশুর ডাল ২ কেজি, সয়াবিন তৈল ৫লিটার, সরিষার তৈল ১লিটার, ডিম ৩০টি, ছোলা ২কেজি, চিনি ২কেজি, পাউডার দুধ ১কেজি, খেজুর ১কেজি, সেমাই ২০০গ্রাম, হলুদ গুড়া ২০০ গ্রাম, মরিচ গুড়া ২০০গ্রাম।