সংসদে বসে বউয়ের সাথে কথা বললেন কুষ্টিয়া-২ আসনের এমপি
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
গত মঙ্গলবার শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। অধিবেশনে অংশ নিয়েছিলেন সারাদেশের নবনির্বাচিত এমপিরা। এসময় সংসদ চলাকালীন স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন। সম্প্রতি এমনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি ।
ভাইরাল সেই ভিডিওটিতে দেখা যায়, সংসদ সদস্য কামারুল আরেফিন সংসদে বসে সংসদীয় কার্যক্রম ভিডিও কলে স্ত্রীকে দেখিয়ে কথা বলছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পরে ভিডিওর মন্তব্যের ঘরে নানা রকম নেতিবাচক মন্তব্য করেছেন নেটিজেনরা।
যদিও অনেকের মতে প্রথমবার সংসদে গিয়ে না বুঝে আবেগের বসে এমনটি করেছেন তিনি।
উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে হারিয়ে বিজয় অর্জন করেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন। ১৪ দলীয় জোটের অংশ হিসেবে নৌকা প্রতীক নিয়ে ইনু পেয়েছিলেন ৩৬ হাজার ৭৩১ ভোট। আর ৪১ হাজার ২৮২ ভোট পেয়ে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থবার সহ মোট ৫ম বারের মত সরকার গঠন করে আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ২২৩ আসনে জয়ী হয়। এ ছাড়া, স্বতন্ত্র ৬২, জাতীয় পার্টির ১১, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ১ এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১ প্রার্থী বিজয়ী হয়।