হত্যার পর বাক্সের ভেতর লুকানো হয় শিশুর লাশ, চাচাতো ভাই আটক
শিশু সালমান ও আটক চাচাতো ভাই ফয়সাল। ছবি: সংগৃহীত
পাবনার আতাইকুলায় নিখোঁজের একদিন পর সালমান নামের চার বছরের এক শিশুর মরদেহ চাচাতো ভাইয়ের ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরে একটি বাক্সের মধ্যে লুকিয়ে রাখা হয়। এ ঘটনায় শিশুর চাচাতো ভাই ফয়সালকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তার নিজ ঘরের একটি বাক্সের মধ্য থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সালমান আতাইকুলা থানার সাদাল্লাপুর ইউনিয়নের আলোকচর গ্রামের ও আরিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হাশেমের সন্তান। পারিবারিক সূত্র জানায়, গত সোমবার শিশুটি নিখোঁজ হয়। পরে এক ব্যক্তি মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে পুলিশকে জানায় তারা।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সন্দেহভাজন শিশুটির চাচাতো ভাই ফয়সালকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি শিশুটিকে হত্যার কথা স্বীকার করেন। পরে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তার নিজ ঘরের একটি বাক্সের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরে একটি বাক্সের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় আতাইকুলা থানায় মামলার প্রস্তুতি চলছে।