শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

নওগাঁর ৫ আসনের লড়াইয়ে ৩টি আসনে নৌকা, ২টিতে ট্রাক জয়ী

নওগাঁর ৩টি আসনে নৌকা, ২টিতে ট্রাক জয়ী। ছবি: ঢাকাপ্রকাশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৫টি আসনের মধ্যে ৫টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। বেসরকারি ফলাফলে নওগাঁ-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৩ আসন থেকে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে সৌরন্দ্রনাথ চক্রবর্তী, নওগাঁ-৪ আসন থেকে ট্রাক প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামা, নওগাঁ-৫ আসন থেকে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন ও নওগাঁ-৬ আসন থেকে ট্রাক প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থী ওমর ফারুক নির্বাচিত হয়েছেন।

নওগাঁ-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বেসরকারী জয়ী। তিনি পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬৪৭ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান ট্রাক প্রতীকের প্রার্থী পেয়েছেন ৭৫ হাজার ৭২১ ভোট।

নওগাঁ-৩ আসনে নৌকা প্রতিকের প্রার্থী সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবতী বেসরকারীভাবে জয়ী। তিনি পেয়েছেন ৮৪ হাজার ২৮৪ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার পেয়েছেন ট্রাক ৪০ হাজার ৬৮২ ভোট।

নওগাঁ-৪ আসনে ট্রাক (স্বতন্ত্র) প্রতিকের প্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামা বেসরকারীভাবে জয়ী। তিনি পেয়েছেন ৮৫ হাজার ১৮০ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দি নৌকা প্রতিকের প্রার্থী নহিদ মোর্শেদ পেয়েছেন ৬২ হাজার ১৩২ ভোট।

নওগাঁ-৫ আসনে নৌকা প্রতিকের প্রার্থী ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন বেসরকারীভাবে জয়ী। তিনি পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৩৭১ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দি ট্রাক প্রতিকের প্রার্থী দেওয়ান ছোকার আহম্মেদ শিষান পেয়েছেন ৫২ হাজার ৮৮৪ ভোট।

নওগাঁ-৬ আসনে ট্রাক (স্বতন্ত্র) প্রতিকের প্রার্থী ওমর ফারুক বেসরকারীভাবে জয়ী। তিনি পেয়েছেন ৭৬ হাজার ৬৬০ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দি নৌকা প্রতিকের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল পেয়েছেন ৬৯ হাজার ৯৭১ ভোট।

Header Ad
Header Ad

টানা পঞ্চম হার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের

ছবি: সংগৃহীত

টানা ব্যর্থতার বৃত্ত থেকে যেন বের হতে পারছে না শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। চলমান বিপিএলের ঢাকা পর্বে তিনটি ম্যাচ হেরে, সিলেট পর্বে আরও দুই ম্যাচে হারল দলটি। আজ (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে টানা পঞ্চম হারের স্বাদ পেতে হলো তাদের।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রানের লড়াকু পুঁজি গড়ে ঢাকা। জবাবে চিটাগং কিংস ১৯.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। এ জয়ের মাধ্যমে চিটাগং তাদের দ্বিতীয় জয় তুলে নিয়ে ৪ পয়েন্টে পৌঁছেছে, অন্যদিকে টানা পাঁচ হারে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে ঢাকা ক্যাপিটালস।

চিটাগং কিংসের হয়ে ইনিংসের সূচনা করেন পারভেজ হোসেন ইমন ও উসমান খান। তাদের আগ্রাসী ব্যাটিংয়ে প্রথম ৬ ওভারেই আসে ৫৫ রান। ফরমানুল্লাহ সাফির বলে পারভেজ (১৬ বলে ১৭) ক্যাচ তুলে দিলে ঢাকা কিছুটা স্বস্তি পায়। তবে উসমান খান ২৫ বলে অর্ধশতক পূর্ণ করেন। পরে মোস্তাফিজুর রহমানের বলে ক্যাচ তুলে দিয়ে ৩৩ বলে ৫৫ রান করে বিদায় নেন তিনি।

এরপর গ্রাহাম ক্লার্ক (৩২ বলে ৩৯) ও মোহাম্মদ মিঠুন মিলে চিটাগংকে এগিয়ে নেন। গ্রাহামের বিদায়ের পর শামীম হোসেন দুর্দান্ত ব্যাটিং করে ১৯তম ওভারে ১৮ রান তুলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। শেষ ওভারে মাত্র ৫ রান প্রয়োজন হলে, ৩ বলেই তা তুলে নেয় চিটাগং। মোহাম্মদ মিঠুন ২২ বলে ৩২ ও শামীম হোসেন ১৪ বলে ৩০ রানে অপরাজিত থাকেন।

ঢাকার এই টানা পাঁচ ম্যাচের হার তাদের বিপিএলে টিকে থাকার লড়াইকে কঠিন করে তুলেছে। অন্যদিকে চিটাগং কিংস তাদের জয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।

Header Ad
Header Ad

পুড়ে ছাই হাজারো বাড়ি­-গাড়ি, ৬ হাজার কোটি ডলারের ক্ষতির শঙ্কা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে হাজারো বাড়ি ও গাড়ি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, দাবানলে এখন পর্যন্ত অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে এবং কয়েক হাজার মানুষ গৃহহারা হয়েছেন। এই দাবানল থেকে প্রায় ৫ হাজার ৭০০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লস অ্যাঞ্জেলেসের পাঁচটি ভিন্ন এলাকায় দাবানল জ্বলছে। দমকা বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, যা দমকলকর্মীদের নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে কঠিন করে তুলছে। দাবানলের কারণে ২৭ হাজার একর জায়গা সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে জেনিফার অ্যানিস্টন, টম হ্যাঙ্কস, ব্র্যাডলি কুপারসহ অনেক হলিউড সেলিব্রিটির বাড়ি ধ্বংস হয়ে গেছে। অনেক সেলিব্রিটি ও সাধারণ মানুষ এখন গৃহহীন।

এই ভয়াবহ দাবানলের কারণে ১ লাখ ৩৭ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আগুনের বিস্তার এবং দ্রুত ছড়িয়ে পড়ার কারণে আরও অনেক বাড়িঘর পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দাবানল নিয়ন্ত্রণে দমকলকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু প্রতিকূল আবহাওয়া তাঁদের কাজে বাধা সৃষ্টি করছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, দাবানল থেকে ৫ হাজার ৭০০ কোটি ডলারের ক্ষতি হতে পারে, যা মার্কিন ইতিহাসের অন্যতম বড় অর্থনৈতিক বিপর্যয় হিসেবে বিবেচিত হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Header Ad
Header Ad

রাজশাহীতে দেশীয় অ্যালকোহল পানে ৪ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজশাহীতে দেশীয় অ্যালকোহল পানে চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জন মোহনপুর উপজেলায় এবং একজন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মোহনপুরে মারা যাওয়া তিন জন হলেন টোটন (৪০), মোন্তাজ আলী (৪০) এবং জুয়েল (৩৫)। রামেক হাসপাতালে মারা যাওয়া ব্যক্তি আতোয়ার হোসেন (৩৫), যিনি নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর গ্রামের বাসিন্দা।

মোহনপুরে অ্যালকোহল পান করে অসুস্থ আরও চার জন বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন আকবর আলী (৪৩), ফিরোজ (২৬), পিন্টু (২৫) এবং মোনায়েম (২৫)। জানা গেছে, সাত জন একসঙ্গে অ্যালকোহল পান করেছিলেন।

রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার ফারুক হোসেন জানিয়েছেন, আতোয়ারকে বুধবার রাত ১২টা ৮ মিনিটে হাসপাতালে আনা হয় এবং আট মিনিট পর তিনি মারা যান।

মোহনপুর থানার ওসি আবদুল হান্নান জানান, মঙ্গলবার রাতে মোহনপুরের সাত জন অ্যালকোহল পান করেন। এরপর বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিন জন মারা যান। বাকি চার জনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, টোটন এবং জুয়েল অ্যালকোহল বিক্রি করতেন। তারাও পান করেছিলেন এবং বাড়িতেই মারা যান। তাদের লাশ স্বজনেরা দাফন করে ফেলেন। তবে মোন্তাজের মৃত্যুর খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে।

মোন্তাজ আলীর ছেলে বাদী হয়ে অজ্ঞাত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ জানায়, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

টানা পঞ্চম হার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের
পুড়ে ছাই হাজারো বাড়ি­-গাড়ি, ৬ হাজার কোটি ডলারের ক্ষতির শঙ্কা
রাজশাহীতে দেশীয় অ্যালকোহল পানে ৪ জনের মৃত্যু
হিলিতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গার দর্শনায় সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৫
রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০
প্রেমিকার সাথে ঝগড়া করে বিমান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা
হাসিনার দুই পাসপোর্ট বাতিল, কীভাবে ভিসার মেয়াদ বাড়ায় ভারত: রিজভী
মার্চের আগেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন: নাদেল
কিছুদিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন: মির্জা ফখরুল
খলিস্তানি নেতা নিজ্জর হত্যার ঘটনায় অভিযুক্ত চার ভারতীয়কে জামিন দিল কানাডা
রংপুরের কাছে হেরে মেজাজ হারালো তামিম  
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির উত্তর না এলে ‘তাগিদপত্র’ পাঠাবে ঢাকা
৪ দিনের গ্যাস সংকটে পড়তে যাচ্ছে সারাদেশ
দুর্নীতির কারণে টিসিবির ৩৭ লাখ কার্ড বাতিল : বাণিজ্য উপদেষ্টা
একাই ৫৭ হাজার কোটি টাকা লুট করেছেন সালমান এফ রহমান  
সোহানের তাণ্ডবে বরিশালকে হারিয়ে রংপুরের টানা ছয় জয়
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হককে দেশত্যাগে নিষেধাজ্ঞা  
দাবি আদায়ে রাজপথ দখল কোনো সমাধান নয়: ডিএমপি কমিশনার  
বিএনপি নেতাকর্মীদের সতর্কবার্তা: ভুঁইফোড় সংগঠন ও প্রতারণামূলক কর্মকাণ্ড নিয়ে নির্দেশনা