বুধবার, ৬ নভেম্বর ২০২৪ | ২১ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বদলগাছীতে টাকা দিয়ে ভোট কেনার সময় ধরা, ১৫ দিনের কারাদণ্ড (ভিডিও)

টাকা দিয়ে ভোট কেনার সময় ধরা। ছবি: ঢাকাপ্রকাশ

আজ ৭ জানুয়ারি, আর কয়েক ঘণ্টা পরেই ভোটকেন্দ্রে গিয়ে ভোটাররা নির্ধারণ করবেন তাদের জনপ্রতিনিধি। তাই এই মূহুর্তে ভোটারদের কদর একটু বেশিই। যে যেভাবে পারছে, নিজেরদের পাল্লায় ভোটার আনার চেষ্টা করছে। এমন পরিস্থিতে টাকা দিয়ে ভোট কেনার সময় ধরা খেয়েছেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হিসেবে পরিচিত তিনজন। টাকা দিয়ে ট্রাক প্রতীকের জন্য ভোট কিনতে গিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন বর্তমান এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম। নির্বাচনের আগের রাতে টাকা বিতরণকালে হাতেনাতে তিন কর্মীকে আটক করেছেন স্থানীয়রা।

শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাকরাইল নিমতলী মোড় নামক স্থান থেকে স্থানীয়রা তাদের আটক করে। পরে ঘটনাটি সংশ্লিষ্টদের জানালে সেখানে থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকতা হাজির হন। এ সময় তাদের কাছে নগদ ১৫ হাজার টাকা পাওয়া যায়। এরপর মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে ১৫দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্টের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ আতিয়া খাতুন নির্বাচন উপলক্ষে ঘুষ গ্রহণের জন্য ১৮৬০ সালের ঘুষ গ্রহন অপরাধে ১৫ দিনের জেল প্রদান করেন। এ সময় থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুব আলমসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের মৃত মফিজ মন্ডলের ছেলে মো. ফুলবর (৫৩), ভগামানপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে বদলগাছী কৃষি অফিসের নাইট গার্ড মো. স্বাধীন হোসেন (৪৩) এবং একই ইউনিয়নের দীপগঞ্জ হলুদ বিহার এলাকার মৃত মকবুলের ছেলে মো. মন্জু (৫৪)। তারা সকলেই স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদারের সমর্থক বলে স্থানীয়রা জানান।

স্থানীয়রা জানান, ভোটের আগের রাতে টাকার বিনিময়ে ভোট কেনা হতে পারে এমন আশঙ্কা ছিল। তারই ধারাবাহিকতায় এদিন সন্ধ্যায় আব্দুস সালাম চেয়ারম্যানের বাড়িতে টাকা লেনদেন হয়। কারাদণ্ডপ্রাপ্তরা চেয়ারম্যানের বাড়ি থেকে টাকা নিয়ে চাকরাইল নিমতলীর মোড় নামক স্থানে গিয়ে টাকা ভাগাভাগি করে। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত তিনজন বাড়ি থেকে টাকা নিয়ে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, আমার বাড়ি থেকে টাকা নিয়ে যাওয়ার প্রশ্নই আসে না। এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ আতিয়া খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন উপলক্ষে ঘুষ গ্রহণের জন্য ওই তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৫হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এদিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার গোলাম মওলা রাত ১১টার দিকে সংবাদ মাধ্যমে লিখিতভাবে জানান, রাত সাড়ে ৮টায় বদলগাছি উপজেলায় স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দীন তরফদার (ট্রাক মার্কা)-এর ৩ জন কর্মী ভোটারকে নগদ টাকা প্রদানের সময় স্থানীয় লোকজন আটক করে খবর দিলে এসি ল্যান্ড গিয়ে টাকাসহ তাদেরকে পায়। জিজ্ঞাসাবাদে তারা দোষ স্বীকার করে। পরে মোবাইল কোর্ট করে তাদেরকে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে ১৫ দিন করে জেল দেয়া হয়েছে। এবং জব্দকৃত ১৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হবে।

ভিডিও: 

Header Ad

ঢাকায় রাস্তা ও ফুটপাতে দোকান বসানোর নিষেধাজ্ঞা: চাঁদাবাজি দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

ঢাকার রাস্তায় দোকান বসানোর বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। বুধবার ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বিশেষ সভায় তিনি বলেন, “ঢাকার রাস্তায় এখন থেকে আর কোনও দোকান বসতে পারবে না।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও স্পষ্ট করে জানান, “রাস্তা আর ফুটপাত এক জিনিস নয়। শুধুমাত্র রাস্তাতেই দোকান বসানোর উপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে ফুটপাতের বিষয়ে আলাদাভাবে বিবেচনা করা হবে।”

আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনাকালে চাঁদাবাজির বিষয়ে জাহাঙ্গীর আলম স্বীকার করেন যে, সাম্প্রতিককালে চাঁদাবাজির মাত্রা বেড়েছে। তিনি বলেন, “যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

উপদেষ্টা আরও জানান, ঢাকার মোহাম্মদপুর একসময় একটি ঝামেলাপূর্ণ এলাকা ছিল, তবে এখন অনেকটা সহনীয় পর্যায়ে এসেছে। মোহাম্মদপুর মডেল অনুসরণ করে অন্যান্য এলাকাতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। ইতোমধ্যে রাস্তায় দোকান সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নবাগত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজ সহজ করতে তিনি বলেন, “মাঠ পর্যায়ে যেসব নতুন সদস্য কাজ করছেন তাদের ঢাকা শহরের অলিগলি চেনার জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ দেওয়া হবে।” এছাড়াও, রিকশার মূল সড়কে চলাচল নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিদ্যুৎ মন্ত্রণালয়কে চার্জিং পয়েন্ট বন্ধের জন্য নির্দেশ দেওয়া হবে।

এই পদক্ষেপগুলো নেওয়ার মাধ্যমে ঢাকার সড়ক ও ফুটপাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেছেন।

Header Ad

যুক্তরাষ্ট্রের নির্বাচনে টানা চতুর্থবার জয় পেলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী

রাশিদা তায়েব। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন দেশটির আইনসভার একমাত্র ফিলিস্তিনি–মার্কিন সদস্য রাশিদা তায়েব। মিশিগান অঙ্গরাজ্যের ১২তম কংগ্রেশনাল ডিসট্রিক্ট থেকে জিতেছেন তিনি।

রাশিদা তায়েবের বিভিন্ন সময়ে করা মন্তব্যে তার প্রতিনিধি পরিষদের অনেক সহকর্মীই ক্ষুব্ধ হন। গত বছর রিপাবলিকান–নিয়ন্ত্রিত এ পরিষদ ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে রাশিদার মন্তব্যের নিন্দা জানিয়ে ভোট দেয়।

রাশিদা যে ডিসট্রিক্ট থেকে জিতেছেন, সেখানে বড়সংখ্যক আরব–মার্কিন জনগোষ্ঠীর বসবাস। ফিলিস্তিনের গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরাইলের চলমান যুদ্ধের ঘোর বিরোধী তিনি। তার অভিযোগ, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল।

তবে রাশিদা তায়েবের বিভিন্ন সময়ে করা মন্তব্যে তার প্রতিনিধি পরিষদের অনেক সহকর্মীই ক্ষুব্ধ হন। গত বছর রিপাবলিকান–নিয়ন্ত্রিত এ পরিষদ ইসরাইল–হামাস যুদ্ধ নিয়ে রাশিদার মন্তব্যের নিন্দা জানিয়ে ভোট দেয়।

রাশিদা বলেন, তার সমালোচনা ছিল ইসরাইলের সরকার ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বের বিরুদ্ধে। সেইসঙ্গে তিনি অঙ্গীকার করেন, ইসরাইলি আগ্রাসন নিয়ে তিনি চুপ থাকবেন না।

Header Ad

‘তাপস যদি বিপথগামী হয়েই থাকে তার জন্য শেখ হাসিনা দায়ী’

ছেলের বিপথগামিতার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন তাপসের মা মেহের নিগার চঞ্চল। ছবি: সংগৃহীত

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’র চেয়ারম্যান ও গায়ক-সুরকার-সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের হয়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তার মা মেহের নিগার চঞ্চল। একইসঙ্গে ছেলের বিপথগামিতার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন তিনি।

বুধবার (৬ নভেম্বর) সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেহের নিগার চঞ্চল বলেন, ‘তাপস যদি বিপথগামী হয়েই থাকে, তার জন্য শেখ হাসিনা দায়ী’।

তাপসের মা বলেন, ‘২০১২ সালে ঢাকা স্টেডিয়ামে একটি গানের অনুষ্ঠান থেকে তাপসকে তুলে নেয়া হয়। তারপর থেকে এই ১২ বছরে পাঁচ মিনিট করে বারো বারও তার দেখা পাইনি আমি। সেই তখন থেকে শেখ হাসিনা সরকার আমাকে একা করে দিয়েছে। ওই সময় তাকে তুলে নেয়ার এক বছর পর যেখানে পেয়েছি, তা আর বলতে চাই না।’

অপরাজনীতি নিয়ে তিনি বলেন, ‘অপরাজনীতির জন্য ১৯৭৪ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে নেই আমি।’ এছাড়া হত্যা মামলার ব্যাপারে তাপসের মা বলেন, ‘সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে তাপস জড়িত না। আর যতটুকু শেখ হাসিনার সঙ্গে জড়িত, আমি বলব সে যদি বিপথগামী হয়েই থাকে তার জন্য শেখ হাসিনা দায়ী।’

ইশতিয়াক মাহমুদ নামে একজন ব্যবসায়ী হত্যাচেষ্টার একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে থেকে গান বাজনার মাধ্যমে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সন্ত্রাসী ক্যাডারদের উৎসাহ ও ছাত্র-জনতার আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করে গান বাংলার তাপস।

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আসামিদের ছোড়া গুলিতে বাদীর পেটে গুলি লাগে। গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে থেকে অপারেশনের মাধ্যমে তার পেটের গুলি বের করা হয়। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। এ মামলায় তাপস এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।

Header Ad

সর্বশেষ সংবাদ

ঢাকায় রাস্তা ও ফুটপাতে দোকান বসানোর নিষেধাজ্ঞা: চাঁদাবাজি দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস
যুক্তরাষ্ট্রের নির্বাচনে টানা চতুর্থবার জয় পেলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী
‘তাপস যদি বিপথগামী হয়েই থাকে তার জন্য শেখ হাসিনা দায়ী’
আদানির সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ
ধানমন্ডি থেকে আমির হোসেন আমু গ্রেপ্তার
নিজেকে বিজয়ী ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প
জয়ের পথে ডোনাল্ড ট্রাম্প
সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
১৭ বছর পর আবারও শুরু হচ্ছে আফ্রো-এশিয়া কাপ
যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফলে বাংলাদেশের জন্য দুশ্চিন্তা নেই: দেবপ্রিয় ভট্টাচার্য
খোদ ইউনিয়ন পরিষদে বসে মাদক বিক্রি, ইউপি চেয়ারম্যান আটক
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩
২৩০ ইলেক্টোরাল ভোটে জিতে এগিয়ে ট্রাম্প, কমলার ২১০
বুয়েটে চাকরির সুযোগ, নবমসহ বিভিন্ন গ্রেডে নিয়োগ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ১২ কোটি টাকার ব্যাংক হিসাব স্থগিত
প্রেমের টানে সিরাজগঞ্জে তুরস্কের যুবক
প্রথম ওয়ানডেতে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ
খাগড়াছড়িতে বজ্রপাতে একজনের মৃত্যু, আহত চার
শমী কায়সার গ্রেপ্তার
স্বৈরাচার পালিয়েছে, তবে দেশে এখনো ক্রান্তিকাল বিদ্যমান: তারেক রহমান