ভোট চেয়ে বিরিয়ানি বিতরণ, এমপি শিমুলকে শোকজ
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। ছবি: সংগৃহীত
আচরণবিধি ভেঙে নির্বাচনী প্রচারণা চালানোয় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ও সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে আসনটির নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহান শোকজ নোটিশটি পাঠান।
নোটিশে বলা হয়, আপনার বাড়ির আঙ্গিনায় মতবিনিময় সভার নামে সহস্রাধিক লোক জমায়েত করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং উপস্থিতদের বিরিয়ানি ভোজ করিয়েছেন। সেখানে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নৌকা প্রতীকে ভোট প্রদানের অনুরোধ করেছেন। যা গণমাধ্যমে উঠে এসেছে।
আরও বলা হয়, নির্বাচনী প্রচারণা চালানোর আইনানুগ সময়ের আগেই প্রাচারণা চালিয়েছেন এবং প্রচারণার উদ্দেশ্যে গণজমায়েত করে ভোজন করিয়েছেন। যা ২০১৮ সালের সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচারণ বিধিমালার বিধি ৬ (খ)(গ), ১০ (চ) এবং ১২ এর সুস্পষ্ট লঙ্ঘন। এবিষয়ে রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষায় অনুষ্ঠিত মতবিনিময় সভার আয়োজন করে সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। সভার ব্যানারে লেখা ছিল—‘নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা।’
মতবিনিময় সভায় প্রায় দেড় হাজার মানুষ উপস্থিত ছিলেন। সভায় গত ৫ বছরে নিজের মেয়াদকালের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন তিনি। এ সময় ভবিষ্যতে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সংসদ সদস্য নৌকার পক্ষে ভোট চেয়েছেন। পরে এ সভা শেষে অংশগ্রহণকারীদের দুপুরের খাবার খাওয়ানো হয়। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় ভোটারেরা।